Thursday, November 6, 2025

অপরাধীদের শাস্তি দিক রাজ্য: রামপুরহাট কাণ্ডে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী

Date:

বীরভূমের রামপুরহাটে(Rampurhat) আগুনে পুড়ে ৮ মৃত্যুর ঘটনায় সরগরম রাজ্য রাজনীতি। এহেন পরিস্থিতির মাঝেই এবার এই ইস্যুতে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। বুধবার কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে ভার্চুয়ালি এক প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে রামপুরহাট প্রসঙ্গে প্রধানমন্ত্রী(PrimeMinister) বললেন, “রমাপুরহাট জঘন্য অপরাধ হয়েছে। রাজ্য সরকারকে বলব অপরাধীরা যেন শাস্তি পায়।” পাশাপাশি এই ঘটনার তদন্তে রাজ্যকে সমস্ত রকম সাহায্য কেন্দ্রের তরফে করা হবে বলেও জানান তিনি।

এদিনের অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী বলেন, “আশা করি সরকার অপরাধীদের দ্রুত সাজা দেবে। বাংলার মানুষের কাছে আমার আবেদন, অপরাধীদের যারা প্রশ্রয় দেবে তাদের ক্ষমা করবেন না।” গোটা ঘটনায় বিজেপির তরফে যেখানে তদন্ত দাবি করা হয়েছে সেখানে প্রধানমন্ত্রী তরফে কেন্দ্রে সাহায্যের প্রস্তাব বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। কারণ বিজেপিকে এই ঘটনায় সরব হওয়ার পর ইতিমধ্যেই কেন্দ্রীয় তৎপরতা শুরু হয়ে গিয়েছে। জানা যাচ্ছে, দুর্ঘটনাগ্রস্ত এলাকা পরিদর্শন করতে শীঘ্রই রাজ্যে আসবে কেন্দ্রীয় প্রতিনিধি দল। পাশাপাশি গোটা ঘটনার রিপোর্ট তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এহেন পরিস্থিতির মাঝে প্রধানমন্ত্রীর এই বার্তা যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন:Russia-Ukraine : ভারতকে পাশে পেতে মরিয়া ব্রিটেন, কথা মোদি-বরিসের

এছাড়াও এদিনের অনুষ্ঠান থেকে স্বাধীনতা সংগ্রামীদের উদাহরণ টেনে দেশের যুব শক্তিকে দেশ গড়ার কাজে এগিয়ে আসার বার্তা দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি ঘোষণা করেন আত্মনির্ভর ভারত যোজনা এই দেশ অনেকখানি অগ্রসর হয়েছে। বর্তমানে রপ্তানির ক্ষেত্রে অতীতের তুলনায় রেকর্ড বৃদ্ধির কথা জানান প্রধানমন্ত্রী।

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version