Monday, August 25, 2025

Delhi:কুকুরের ডাকে অতিষ্ঠ কিশোর,পোষ্যকে বাঁচাতে প্রাণ গেল বৃদ্ধের

Date:

প্রত্যেক দিন সেই একই ঘটনা, আর নেওয়া যাচ্ছিল না। রাগের বশে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হল ১৭ বছরের কিশোর(17 year old teenager)। দিনের পর দিন এক ঘটনা! প্রতিবেশী বৃদ্ধ দম্পতির পোষ্য কুকুরের (Pet dog)ডাকে অতিষ্ঠ হয়ে উঠেছিল ১৭ বছরের কিশোর (17 year old teenager)। এই নিয়ে একাধিকবার অভিযোগও জানানো হয়েছিল। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এরপরেই চরম পদক্ষেপ। লোহার রড নিয়ে কুকুরটির (Pet Dog)উপর চড়াও হয় সে। আর তাতেই ঘটে গেল মারাত্মক ঘটনা। পোষ্যকে বাঁচাতে ছুটে আসেন ৮৫ বছরের বৃদ্ধ(85 Years old man), কুকুরের বদলে লোহার রডের আঘাতে মৃত্যু হয় ওই বৃদ্ধের।

গত ১৮ মার্চ হোলির দিনে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দিল্লির দ্বারকা এলাকায় নজফগড়ে (Najafgarh)। বৃদ্ধ দম্পতির নাম অশোককুমার (Ashok Kumar)ও মিনা দেবী (Mina Debi)। স্থানীয় সূত্রে খবর বৃদ্ধ দম্পতির সঙ্গে পোষ্য নিয়ে কিশোরের অশান্তি লেগেই থাকত। কিশোরের অভিযোগ ছিল, পোষ্য কুকুরটি সারাদিন ধরে ডাকতেই থাকে। কুকুরের চিৎকারের জেরে বাড়িতে তিষ্ঠতে পারছিলেন না । এই বিষয়ে বারবার অভিযোগ জানিয়েও কাজ হয়নি। গত শুক্রবারও এই নিয়ে ফের বচসা হয়। সেই সময় উত্তেজিত কিশোর লোহার রড নিয়ে বৃদ্ধ দম্পতির পোষ্যের উপর চড়াও হয়। সেই সময় নিজের পোষ্যকে বাঁচাতে ছুটে আসেন বৃদ্ধও। আচমকাই লোহার রডের আঘাত লাগে তাঁর মাথায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি।


দ্রুত বেআইনি অস্ত্র উদ্ধারের নির্দেশ মুখ্যমন্ত্রীর, এডিজি-র চিঠি দেল পুলিশ সুপারদের কাছে

পরবর্তীতে দ্রুত জখম অশোক কুমারকে কাছের রাও তুলা রাম হাসপাতালে (Rao Tula Ram Hospital) ভর্তি করা হলে রবিবার তাঁর মৃত্যু হয়। এদিকে ঘটনার পরেই পালিয়ে যায় কিশোর। অভিযুক্ত কিশোরকে হেফাজতে নেয় দ্বারকা পুলিশ (Dwarka District police)। তবে নাবালক হওয়ার কারণে জুভেনাইল জাস্টিস বোর্ডের (JUVENILE JUSTICE BOARD) নির্দেশে দ্রুত জামিন পায় সে। ফের তাঁকে হেফাজতে নিয়ে তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে।

 

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version