Dhankar: রাজ্যের নিন্দা করতে ফের দিল্লির দরবারে রাজ্যপাল!

হঠাৎ দিল্লি সফরে জগদীপ ধনকড়।

ছিলেন উত্তরবঙ্গে। হঠাৎ বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে উপস্থিত রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। কিন্তু কী কারণে তাঁর দিল্লি যাত্রা? সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে দেখা করতেই সেখানে গিয়েছেন রাজ্যপাল। রাজনৈতিক মহলের মতে, অমিত শাহের কাছে ফের বাংলার নিন্দা করতেই গিয়েছেন ধনকড়।

২০২১-এর বিধানসভা নির্বাচনে বিপুল আসন নিয়ে ফের ক্ষমতায় এসেছে তৃণমূল। তারপর থেকে প্রায় প্রত্যেক মাসেই দিল্লি (Delhi) গিয়ে অমিত শাহের সঙ্গে দেখা করে রিপোর্ট দিচ্ছেন রাজ্য়পাল। রাজনৈতিক মহলের মতে, বারবার রাজ্যকে বদনাম করার চেষ্টা করছেন ধনকড়। সেই কারণেই তাঁর দিল্লি যাত্রা। রামপুরহাটের ঘটনা নিয়ে যখন কড়া পদক্ষেপ করেছেন মুক্যমন্ত্রী। তখন রাজ্যের পাশে না দাঁড়িয়ে প্রশাসন তথা সরকারে বদনাম করছেন রাজ্যপাল। অথচ রাজনৈতিক রং না দেখে তৃণমূলের ব্লক সভাপতিকে গ্রেফতারের নির্দেস দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি গ্রেফতারও হয়েছেন। নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে আর্থিক সাহায্য, চাকরি সব ব্যবস্তা করেছেন মুখ্যমন্ত্রী। অথচ বাংলাকে দেশের সামনে বদনাম করে যাচ্ছেন ধনকড়। এবার তিনি এই বিষয় নিয়েই দিল্লিতে জলঘোলা করতে গিয়েছেন বলে মত রাজনৈতিক মহলের। অবশ্য কবে তাঁর সঙ্গে অমিত শাহের সাক্ষাৎ হবে, তা এখনও নির্দিষ্ট নয়। শুক্রবার, দুপুরে লক্ষ্ণৌতে অমিত শাহ যাবেন যোগী আদিত্যনাথের শপথগ্রহণ অনুষ্ঠানে। তার আগে যদি দেখা না হয়, তাহলে শুক্রবার সন্ধেয় বা শনিবার সকালে সাক্ষাৎ হতে পারে। সূত্রের খবর, শনিবার সন্ধেতেই রাজ্যে ফিরতে পারেন রাজ্যপাল।

আরও পড়ুন:বগটুইয়ে বিজেপি প্রতিনিধিদলে ব্রাত্য লকেট, বাদ পড়লেন স্টার প্রচারকের তালিকা থেকেও

 

 

Previous articleবগটুইয়ে বিজেপি প্রতিনিধিদলে ব্রাত্য লকেট, বাদ পড়লেন স্টার প্রচারকের তালিকা থেকেও
Next articleAtk Mohunbagan: আসন্ন এএফসি কাপ ও ২০২২-২৩ মরশুমের জন্য এটিকে মোহনবাগানের কোচ থাকছেন ফেরান্ডো