Saturday, August 23, 2025

বৃহত্তর চক্রান্ত রুখতে ও নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে আজ রামপুরহাটে মুখ্যমন্ত্রী

Date:

বৃহত্তর চক্রান্ত, দোষীদের কড়া শাস্তি, মৃত্যু নিয়ে বিজেপি তথা বিরোধীদের নির্লজ্জ রাজনীতি! এরইমধ্যে আজ রামপুরহাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজে দাঁড়িয়ে থেকে দেখবেন তদন্তের গতিপ্রকৃতি। কথা বলবেন, দেখা করবেন নিহতদের পরিবারের সঙ্গে। রামপুরহাটের ঘটনার পরই নিরপেক্ষ তদন্তের জন্য সিট গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী । ইতিমধ্যেই ২১ জন অভিযুক্ত গ্রেফতার হয়েছেন। তাঁদের মধ্যে কারোর জেল হেফাজত কারোর পুলিশি হেফাজত হয়েছে। এরই মধ্যে ঘটনাটিকে নিয়ে বিরোধীরা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত করার চেষ্টা চালাচ্ছে, যা খুবই দুর্ভাগ্যজনক। ইতিমধ্যেই ওসি,এসডিপিও -দের সরিয়ে দেওয়া হয়েছে।


আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করছে তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল


মুখ্যমন্ত্রী আসার আগে থেকেই প্রশাসনিক তৎপরতা শুরু হয়ে গিয়েছে। বগটুই গ্রামের ঘটনার জেরে বীরভূমের গোয়েন্দা দফতরের এক অফিসারকেও সাসপেন্ড করা হয়েছে। খুব তৎপরতার সঙ্গে তদন্ত শুরু হলেও বিরোধীদের রাজনীতি থামছে না। মুখ্যমন্ত্রী এই বগটুইয়ের ঘটনাকে বৃহত্তর ষড়যন্ত্রের দাবি করেছেন। বাংলার বিরুদ্ধে চক্রান্ত করে ,দুর্নাম করে বাংলাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে বিরোধীরা বলে দাবি তাঁর। তবে মুখ্যমন্ত্রীর স্পষ্ট কথা ‘এত সোজা নয়।’ আমরা সরকারে আছি। দায়িত্ব আমাদের। আমরা কী কখনও চাইব বোমা পড়ুক, রক্ত ঝড়ুক। এই ঘটনা কারা ঘটায়? যারা সরকারে নেই। আমরা বিজেপি বা সিপিএমের মতো চক্রান্তকারী দল নই। রাজ্যপাল জগদীপ ধনকড়কেও একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী, তিনি বলেন, ‘গরমে আরামের ছুটি কাটাচ্ছিলেন পাহাড়ে। রাজ্য সরকারকে বিপাকে ফেলার ছুঁতো পেতেই বিজেপির রাজ্য সভাপতির মতো আচরণ শুরু করেছে রাজ্যপাল।

Related articles

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...
Exit mobile version