North Bengal – বেআইনি বালি পাচার : ফুলহারের তীর থেকে ধৃত চার

ফুলহার নদী তীরবর্তী অঞ্চল থেকে বালি কেটে পাচার করতে গিয়ে চারটি ট্রাক্টর সহ পুলিশের হাতে ধৃত ৪ যুবক।  ঘটনাটি ঘটেছে মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর থানার দৌলতনগর গ্রাম-পঞ্চায়েত এলাকার ভালুকা গোবরা ঘাটে। ধৃতদের নাম মহম্মদ কুসবান, শেখ জুলফিকার, আলাউদ্দিন এবং আতিউর রহমান। অভিযোগ দীর্ঘদিন ধরেই ফুলহার এবং মহানন্দার তীর থেকে বালি কেটে বেআইনি ভাবে পাচার করা হচ্ছিল।  বুধবার সেভাবেই বালি নিয়ে যাওয়ার সময় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ বালিভর্তি চারটি ট্রাক্টরকে আটক করে । বৃহস্পতিবার তাদের চাঁচল মহকুমা আদালতে তোলা হয়।

হরিশ্চন্দ্রপুর এলাকাতেই রয়েছে বিহার সীমান্ত। ফলে সীমান্ত লাগোয়া এই এলাকা থেকে বিভিন্ন জিনিস সহজেই পাচার করে দেওয়া যায় বিহারে। এমনকী এর আগেও অবৈধ ভাবে মাটি কেটে  বিহারে পাচারের অভিযোগ উঠেছিল। এর পিছনে আর কে বা কারা জড়িত  তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তাছাড়া শুধু বিহার নয়, আর কোথায় কোথায় এই বাই পাচার হত তাও জানার চেষ্টা করছে পুলিশ। ধৃতদের জেরা করে অনেক তথ্যই মিলবে বলে মনে করছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই এই বেআইনি বালি পাচারের কারবার চলছে । কোনও রকম নিয়ম না মেনে  যথেচ্ছভাবে বালি কাটার ফলে বর্ষাকালে সহজেই নদীর জল ঢুকে যেত নদী তীরবর্তী অঞ্চলগুলিতে। ফলে একটু বৃষ্টি হলেই জল দাঁড়িয়ে যেত এলাকায়। আর ঘন ঘন নদীর চর  ভেঙ্গে পড়ে।

 

Previous articleবগটুই কাণ্ডে রাজনীতির যোগ নেই: শাহ সাক্ষাতে রাজ্যপালকে সরানোর দাবি তৃণমূলের
Next articleCSK: সিএসকের অধিনায়কত্ব ছাড়লেন মহেন্দ্র সিং ধোনি, নতুন নেতা রবীন্দ্র জাদেজা