Friday, November 14, 2025

স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার বিলগ্নীকরণ রুখতে স্মারকলিপি দিল তৃণমূল

Date:

কেন্দ্রীয় সরকারের (Central Government)বেসরকারিকরণ নীতির বিরুদ্ধে ফের সোচ্চার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস(AITMC)। কেন্দ্রের মোদি সরকার দেশের সম্পদ আর সম্পত্তি বিক্রি করতে ব্যস্ত। এর বিরুদ্ধেই সোচ্চার তৃণমূল কংগ্রেস। আজ বৃহস্পতিবার দিল্লিতে স্মারকলিপি জমা দিল রাজ্যের শাসক দল।

ভারতীয় বায়ুসেনার এক আধিকারিকের ভুলেই পাক- ভূখণ্ডে পড়েছিল মিসাইল! কী বলছে রিপোর্ট

উল্লেখ্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইনের (National Monetisation Pipeline) অন্তর্গত যে সব রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বেসরকারিকরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে রাষ্ট্রায়ত্ত স্টিল উৎপাদক সংস্থা ‘সেল'(SAIL)। এবার সেই স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড (steel authority of india limited) বা ‘সেল’ এর বিলগ্নীকরণ আটকাতে স্মারকলিপি জমা দিল তৃণমূল কংগ্রেস।

মূলত কেন্দ্রের এই বেসরকারিকরণ নীতির বিরুদ্ধে শুরু থেকেই সরব তৃণমূল কংগ্রেস(TMC)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে বারবার এই নিয়ে সরব হয়েছে সবুজ শিবির। পাশাপাশি সংসদের অধিবেশনেও এই প্রসঙ্গে কথা বলতে দেখা গেছে তৃণমূলের সাংসদদের। এরপর আজ সাংসদ দোলা সেন (Dola Sen)এর নেতৃত্বে উদ্যোগ ভবনে গিয়ে ‘সেল’ এর বিলগ্নীকরনের বিরোধীতা করেন রাজ্যের শাসক দলের প্রতিনিধি দল। সাংসদের নেতৃত্বে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তারাপীঠ থেকে গ্রেফতার আনারুল হোসেন

সেলের বেসরকারিকরণ, ন্যাশনাল জয়েন্ট কমিটি অন স্টিল বা এনজেসিএস এর সংস্কারের দাবিতে আজ উদ্যোগ ভবনে গিয়ে স্টিল মন্ত্রীর সঙ্গে দেখা করেন সাংসদ দোলা সেন সহ কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের বাইরে এবং এনজেসিএসের আওতার বাইরে থাকা শ্রমিক সংগঠনের নেতারা। তাঁদের দাবি, রাষ্ট্রয়ত্ব সংস্থা সেলের বিলগ্নিকরণের সিদ্ধান্ত বাতিল করতে হবে পাশাপাশি এনজেসিএসের সংস্কার করতে হবে। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ দোলা সেনের অভিযোগ, কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলিতে বাইরে থেকে লোক এনে বসানো হচ্ছে। ফলে কর্মীদের স্বার্থ রক্ষা হচ্ছে না। দোলা সেন জানান, কর্মী, সেল এবং স্টিল মন্ত্রকের স্বার্থরক্ষার জন্য এজেসিএসের সংস্কার জরুরি।

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version