Monday, August 25, 2025

২০২২ ফিফা বিশ্বকাপ (2022 FIFA World Cup) যোগ্যতা প্লে অফ পর্বে বড় অঘটন। ছিটকে গেল ইউরো ২০২০ চ্যাম্পিয়ন ইতালি ( Italy)। বৃহস্পতিবার উত্তর ম্যাসেডোনিয়ার কাছে ০-১ হারল ইতালি। আট মাস আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছিল ইতালি। উৎসবের রেশ মিলিয়ে যেতে না যেতেই তারা কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেল। এই নিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপে দেখা যাবে না আজুরিদের।

পালেরমোর স্তেদিয়া বারবেরাতে বৃহস্পতিবার রাতে শেষমুহূর্তের গোলে নর্থ ম্যাসেডোনিয়া ইতালির বিশ্বকাপ যাত্রা আটকে দিয়েছে। ঠিক যেভাবে ২০১৮-তেও বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছিল ইতালি। ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের পর অনেকে ভেবেছিলেন ইতালির ফুটবল ঘুরে দাঁড়িয়েছে। আবার ফিরে আসছে আজুরিদের দাপট। কিন্তু কোথায় কী? এই অঘটনের পর কোচ রবার্তো মানচিনি বলেন, “ফুটবল এরকমই। মাঝে মাঝে এরকম কিছু হৃদয়বিদারক ঘটনাও ঘটে। জুলাই মাসে ফুটবল জীবনের সেরা অভিজ্ঞতা হয়েছিল আমাদের। আর এবার পেলাম ফুটবল জীবনের সবথেকে সেরা শক”। যুগোস্লাভিয়া ভেঙে ১৯৯১-এ স্বাধীন হওয়া নর্থ ম্যাসেডোনিয়া কখনও বিশ্বকাপে খেলেনি। তাদের জয়সূচক গোলটি এসেছে ম্যাচের ইনজুরি টাইমে। বক্সের বাইরে থেকে নিচু শটে গোলটি  করেছেন আলেকজান্ডার ট্রাজোকোভস্কি। একবছর আগে জার্মানিকে হারিয়েছিল নর্থ ম্যাসেডোনিয়া। এদিন গোলের পর উচ্ছ্বাসে ফেটে পড়েন তাদের ফুটবলাররা। এই দল ফুটবল বিশ্বে এখনও নবীন। কিন্তু জার্মানির পর ইতালিকে হারিয়ে তারা এবার ফুটবল মানচিত্রে বিশাল জায়গা করে নিল। এদিকে ইতালি হেরে যাওয়ায় পর্তুগালের বিশ্বকাপে যাওয়ার রাস্তা কিছুটা মসৃণ হয়ে গেল। একাধিক তারকা ফুটবলার না থাকা সত্ত্বেও তুরস্ককে হারিয়ে বিশ্বকাপে ওঠার আশা জিইয়ে রাখল পর্তুগাল।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version