Tuesday, November 11, 2025

ছবির নাম আর আর আর(RRR),পরিচালকের(Director) নাম এস এস রাজামৌলি (SS Rajamouli)- ছবির সাফল্যের ব্যাপারে নিশ্চিন্ত হওয়ার জন্য এইটুকুই বোধহয় যথেষ্ট। নিউ নরম্যালে যেখানে ওটিটি (OTT)নির্ভর বিনোদন জগত সেখানে ‘বাহুবলী’(Bahubali) ফ্র্যাঞ্চাইজ়ির পরে নতুন ছবি ‘ট্রিপল আর’ (RRR)এর মাধ্যমে ভারতীয় সুপারহিরোদের(Indian Superhero) নিয়ে যেন এক ফ্যান্টাসি তৈরি করেছেন পরিচালক। দেশের পুরাণকে নিজের কল্পনা আর প্রযুক্তির মিশেলে বেঁধেছেন রাজামৌলি (SS Rajamouli), আর যোগ্য সঙ্গী বলিষ্ঠ দুই অভিনেতা।

আমজনতার অস্বস্তি: ফের দাম বাড়তে চলেছে অত্যাবশ্যকীয় ৮০০ ওষুধের

হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে ‘RRR’। ‘বাহুবলী’র সাফল্যের পর থেকেই এস এস রাজামৌলির সিনেমা নিয়ে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। তার উপর পরিচালকের হাতে আবার পুরাণের রসদ। প্রাক স্বাধীনতার সময়ের কাহিনি তুলে ধরা হয়েছে রাজামৌলির এই নতুন ছবিতে। আর আর আর …’রাইজ রোর রিভল্ট’ এটাই ছবির পুরো নাম।প্রায় তিন ঘণ্টার ফ্যান্টাসি ড্রামাকে বড় পর্দার জন্য উপযুক্ত করে তুলেছেন পরিচালক। মুখ্য ভূমিকায় স্বাধীনতাকামী দুই বীর যোদ্ধা কোমারাম ভীম (জুনিয়র এনটিআর) ও আলুরি সীতারামা রাজু (রামচরণ)। ছবিতে ভেঙ্কর রামা রাজুর ভূমিকায় অভিনয় করেছেন অজয় দেবগন(Ajay Devgan)। এই ছবিতে আলিয়াকে (Alia Bhatt) সীতার চরিত্রে দেখা গেছে। গাঙ্গুবাই(Gangubai Kathiawadi) এর পর এভাবে তাঁকে পর্দায় দেখে খুশি এবং অবাক অনেকেই।

এই ছবি সুপার হিরোদের কথা বলেছে। পাশাপাশি স্বাধীনতা পূর্ববর্তী ভারতের সম্পদকে যেন সিনেমার ক্যানভাসে নিজের দক্ষতার ফুটিয়েছেন পরিচালক। গল্পকে যোগ্য সঙ্গত দিয়েছে ছবির গ্রাফিক্স। টানটান ৩ ঘণ্টা সিনেমা হলে আপনাকে বসিয়ে রাখার ক্ষমতা ধরে এই ছবি। ফ্যান্টাসি মিশেছে ইতিহাস, পুরাণ এবং দক্ষিণী ছবির ক্যারিশ্মার সঙ্গে। প্রসঙ্গত মুক্তির আগে থেকেই অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে। সূত্রের , শুক্রবার সকাল পর্যন্ত ছবির হিন্দি ভার্সানের অগ্রিম বুকিংই আট কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। আর দিল্লির এক প্রেক্ষাগৃহে ২১০০ টাকায় বিক্রি হয়েছে টিকিট।

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version