Tuesday, November 11, 2025

৮ বছরে কত টাকার অস্ত্র রফতানি ভারতের? তথ্য প্রকাশ্যে আনল কেন্দ্র

Date:

আত্মনির্ভর ভারতের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। আর সেই লক্ষ্যে শুধু অস্ত্র আমদানি নয়, বিগত কয়েক বছরে যথেষ্ট পরিমাণ অস্ত্র রপ্তানি(Arms export) করে মুনাফা কামিয়েছে ভারত সরকার। শুক্রবার লোকসভায়(lok sabha) এই তথ্য প্রকাশ্যে আনল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। যেখানে জানা যাচ্ছে, বিগত ৮ বছরে ১১ হাজার ৬০৭ কোটি টাকার আগ্নেয়াস্ত্র রফতানি করেছে ভারত। ২০১৪ সাল থেকে চলতি আর্থিক বছরের মধ্যে প্রায় ৬ গুণ অস্ত্র রফতানি বাড়িয়েছে কেন্দ্র।

লোকসভায় লিখিত জবাবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানান, ২০১৪-১৫ আর্থিক বছরে ভারত থেকে বিদেশে আগ্নেয়াস্ত্র রপ্তানির আর্থিক মূল্য ছিল ১,৯৪১ কোটি টাকা। ২০২০-’২১ আর্থিক বছরের ২১ মার্চ পর্যন্ত এই রফতানির মূল্য দাঁড়িয়েছে ১১,৬০৭ কোটি টাকা। কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, ‘‘অস্ত্র রফতানিতে জোর দেওয়ার জন্য এই কয়েক বছরে বেশ কিছু সংস্কারের পথে হেঁটেছে কেন্দ্রীয় সরকার।’’ তিনি জানান এই সাফল্যের পিছনে রয়েছে অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের সহযোগিতা এবং প্রতিরক্ষা দফতরের কার্যকরী উদ্যোগ।

আরও পড়ুন:করোনা নিষেধাজ্ঞা কাটিয়ে কাল থেকে চালু নিয়মিত আন্তর্জাতিক উড়ান

শুধু তাই নয় রিপোর্টে আরও জানানো হয়েছে, ভারত থেকে সবচেয়ে বেশি অস্ত্র ক্রয় করেছে ফিলিপিন্স। চলতি বছরের জানুয়ারি মাসে এই দেশের সঙ্গে ২৭০০ কোটি টাকার চুক্তি হয়েছে ভারতের। এছাড়াও ইন্দোনেশিয়া ভিয়েতনামে অস্ত্র সরবরাহ করছে ভারত। ভারতীয় অস্ত্রের মধ্যে আকাশ ও ব্রহ্মোস মিসাইলের চাহিদা সবচেয়ে বেশি। এমনকি সৌদি আরব ও আরব আমিরশাহী ভারতের থেকে অস্ত্র কেনার বিষয়ে আলোচনা চালাচ্ছে। এ প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী আরো জানান সরকারের লক্ষ্য ২০২৫ সালের মধ্যে ৩৬,৫০০ কোটি টাকার অস্ত্র রফতানি।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version