Saturday, August 23, 2025

Mamata: দেউচা পাচামি আটকাতেই রামপুরহাটে বড় ষড়যন্ত্র: বিস্ফোরক অভিযোগ মমতার

Date:

সোমনাথ বিশ্বাস, শিলিগুড়ি:  রামপুরহাটের ঘটনা নিয়ে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। রবিবার, শিলিগুড়ির অনুষ্ঠান মঞ্চ থেকে মমতা (Mamata Banerjee) বলেন, রামপুরহাটের ঘটনার পিছনে বড় ষড়যন্ত্র রয়েছে। রাজ্যে শিল্পোন্নয়ে বাধা দিতে, দেউচা পাচামির (Deucha Pachami) প্রকল্প আটকাতেই রামপুরহাটের (Rampuhat) ষড়যন্ত্র করা হয়েছে ৷

মুখ্যমন্ত্রী ফের এদিন বলেন, সিবিআই তদন্তে রাজ্য সরকার সহযোগিতা করবে৷ কিন্তু সিবিআই যদি ঠিকঠাক তদন্ত না করে, সিপিএম-বিজেপি-কংগ্রেসের কথা মতো কাজ করে সেক্ষেত্রে রাস্তায় নেমে আন্দোলন করবে তৃণমূল৷

একই সঙ্গে সিবিআইয়ের তদন্ত নিয়ে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, নোবেল চুরি, নন্দীগ্রাম গণহত্যা, সিঙ্গুরের তাপসী মালিক হত্যা, নেতাই- কোনও ঘটনার তদন্তই শেষ করতে পারেনি সিবিআই। ফলে বিচার হয়নি।

বগটুইয়ের ঘটনা নিয়ে প্রথম থেকেই ষড়যন্ত্রের অভিযোগ করেছেন তৃণমূল সুপ্রিমো। এ দিন তিনি বলেন, “ডেডবডির রাজনীতি করছে বিরোধীরা।“ রাজ্যে যাতে শিল্প না হয়, তার জন্যেই এই অশান্তি হিংসা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন মমতা।

মুখ্যমন্ত্রী জানান, বগটুই গ্রামের নৃশংস কাণ্ডে রাজ্য সরকার যত দ্রুত সম্ভব ব্যবস্থা নিয়েছে৷ পাশাপাশি, প্রথমে পুলিশের ভুল ছিল বলে মুখ্যমন্ত্রী বলেন, একটা খুনের পরে ওদের আশঙ্কা করা উচিত ছিল। পুলিশ সাসপেন্ড হয়েছে। ব্লক সভাপতি-সহ অনেকে গ্রেফতার হয়েছে। ওই পরিবারগুলির সঙ্গে তিনি কথা বলেছেন। এরপরেই পুলিশের বিরুদ্ধে সুর চড়িয়ে মমতা বলেন, ”খুন হল তৃণমূল। যাদের বাড়িতে আগুন লাগল তারাও তৃণমূল। আমাকেই গালাগাল দিয়ে যাচ্ছে।”

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version