লম্বা সফরে আজ পাহাড়ে মুখ্যমন্ত্রী, দার্জিলিংয়ে একাধিক কর্মসূচি

এবার সব মিলিয়ে প্রায় একসপ্তাহ উত্তরবঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে প্রায় পাঁচদিন দার্জিলিংয়েই থাকবেন তিনি৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি)

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee in North Bengal)। এবার সব মিলিয়ে প্রায় একসপ্তাহ উত্তরবঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে প্রায় পাঁচদিন দার্জিলিংয়েই থাকবেন তিনি৷ এই সফরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।

এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee in North Bengal) যে কর্মসূচি জানা গিয়েছে, সেখানে আজ, রবিবার প্রথমে শিলিগুড়ি পৌঁছবেন মুখ্যমন্ত্রী৷ এখানে উত্তরা গ্রাউন্ডে একটি সরকারি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। যেখানে একাধিক সরকারি প্রকল্পের সূচনাও করতে পারেন। সঙ্গে উপভোক্তাদের হাতে সরকারি প্রকল্পের সুবিধাও তুলে দিতে পারেন তিনি।

আরও পড়ুন: ‘বকেয়া না মেটালে কয়লাখনির চারদিকে ব্যারিকেড লাগিয়ে দেব’, কেন্দ্রকে হুঁশিয়ারি হেমন্তর

তারপর রাতেই দার্জিলিং পৌঁছে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর৷ এরপর টানা পাঁচদিন দার্জিলিংয়েই (Darjeeling) থাকবেন তিনি৷ মঙ্গলবার ২৯ মার্চ দার্জিলিং চৌরাস্তা মোড়ে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গিয়েছে। দার্জিলিংয়ে রিচমণ্ড হিলে ওঠার কথা মুখ্যমন্ত্রীর। ৩০ মার্চ দার্জিলিংয়ের ম্যালে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেই মঞ্চ থেকেও একাধিক নতুন প্রকল্পের শিলান্যাস, উদ্বোধনের কথা রয়েছে বলে সূত্রের খবর। সরকারি প্রকল্পের একাধিক সুবিধা পাহাড়বাসীর হাতে তুলে দেবেন বলেও জানা যাচ্ছে। ৩১ তারিখ দার্জিলিং থেকে ফের শিলিগুড়ি নেমে আসবেন মুখ্যমন্ত্রী৷ ১ এপ্রিল তাঁর কলকাতায় ফেরার কথা।

পাহাড়ে থাকাকালীনই জিটিএ নির্বাচন নিয়ে বড় কোনও ঘোষণা বা সিদ্ধান্ত নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ একইসঙ্গে পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও সাক্ষাৎ হতে পারে তাঁর৷

পুরসভায় পাহাড়ে অজয় এডওয়ার্ডস-এর হামরো পার্টির উত্থানে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে৷ পুরভোট জিতে দার্জিলিং পুরসভা দখল করেছে হামরো পার্টি৷ যেখানে বিজেপি অনেকটাই চাপে। অসমর্থিত সূত্রের খবর, অজয় এডওয়ার্ডস-এর সঙ্গেও সাক্ষাৎ হতে পারে মুখ্যমন্ত্রীর।


Previous articleব্রেকফাস্ট নিউজ
Next articleতীব্র আর্থিক সঙ্কটে বিপন্ন শ্রীলঙ্কা, বন্ধ হল দুই জনপ্রিয় খবরের কাগজ