Thursday, January 22, 2026

বাংলায় যত সামাজিক প্রকল্প আছে, দেশের কোথাও নেই, সরকারি প্রকল্প উদ্বোধন করে বললেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

সোমনাথ বিশ্বাস, শিলিগুড়ি: বাংলায় যত সামাজিক প্রকল্প আছে, দেশের কোথাও নেই। রবিবার শিলিগুড়ির গোঁসাইপুরে তিন জেলার ১১টি সরকারি প্রকল্প উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee in Siliguri)। সেখান থেকেই একথা জানান মুখ্যমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বলেন, “সরকার ক্ষমতায় আসার  আগে থেকেই এখানে আসি। একটা সময় দিদিকে বল প্রোগ্রাম, দুয়ারে সরকার করা হল। প্রত্যেকটি ব্লকে প্রচুর ক্যাম্প করেছি। ১লাখ ৩৭ হাজার ক্যাম্প হয়েছে। ৬ কোটি ৪৪ লাখ মানুষ দুয়ারে সরকারে এসেছেন। ৪ কোটি ৫০ লাখ মানুষ পরিষেবা পেয়েছেন। সকলকে ধন্যবাদ।  সরকারি দফতরগুলিকে ধন্যবাদ। বিধবা ভাতা ছিল ৮ লাখ। আমাদের সরকার আসার পর ১৩ লাখ করলাম। দুয়ারে সরকারের পর আরও ৮ লাখ দিই। ৭২ লাখ মানুষকে পেনশন দিয়েছি। সব পেনশন গুলির নাম দেওয়া হয়েছে জয় বাংলা। বিশ্বে সর্ব বৃহত্তম জনপরিষেবা। ১ কোটি ৭৫ লাখ মানুষ টাকা পাচ্ছেন। স্বাস্থ্য সাথী কার্ড পেয়েছেন ২ কোটি ৩৩ লাখ মানুষ। ৭৭ লাখ মেয়ে এখন কন্যাশ্রী। ১০ লাখ টাকা অবধি বিমা। স্টুডেন্ট ক্রেডিট কার্ড। ২১ হাজার ছেলেমেয়ে পেয়েছে। ”

জয়ী সেতু, ভাওইয়া সেতু, মেডিক্যাল কলেজ, বেঙ্গল সাফারি,  ১১ টি প্রকল্প এদিন উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। দেবী চৌধুরানী মন্দির পুনরায় নির্মানের কথা বলেন তিনি (Mamata Banerjee in Siliguri)।

আরও পড়ুন: প্রয়াত পঞ্চায়েতমন্ত্রীর বিধানসভার ঘরে কে বসবেন? জমা পড়েছে ৪ মন্ত্রীর আবেদনপত্র

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ” বাংলা যা পারে অন্যেরা পারে না। সব উদ্বাস্তুদের পাট্টা দেওয়া হচ্ছে। বাকিদেরও তোলা যাবে না।  পাহাড়েও পাট্টা দেব।” দলের নেতাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, “সদ্য নির্বচিত কর্পোরেশন ও পুরসভায় মন দিয়ে কাজ করুন। দায়িত্ব দিয়েছে বলে হনু হয়ে যাননি। আগামী পঞ্চায়েতে নির্বাচনে ভালো করে করতে হবে।”

গৌতম দেব ও পাপিয়া ঘোষ এর উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো বলেন, “গৌতম দেব  ও পাপিয়া ঘোষকে বলব কথা কম কাজ বেশি করতে। পাপিয়া ঘোষ শিলিগুড়ি পরিষদ ভালো করে দেখো।

মুখ্যমন্ত্রী বলেন, “তিনদিন থাকব। জিটিএ নিয়ে কথা বলব।” তাঁর কথায়, ”পাহাড়েও পঞ্চায়েত ভোট করতে চায় রাজ্য। কিন্তু আইনি জটিলতা রয়েছে।” পাহাড়ের পঞ্চায়েত দ্বিস্তর। কিন্তু বাংলায় ত্রিস্তর পঞ্চায়েতের ব্যবস্থা রয়েছে। ইতিমধ্যে কেন্দ্রকে আইন বদলে পাহাড়েও ত্রিস্তর পঞ্চায়েত চালুর আবেদন জানিয়েছে রাজ্য। শিলিগুড়িতে দাঁড়িয়ে এ কথাই জানালেন মুখ্যমন্ত্রী।



spot_img

Related articles

T20 WC: ইডেন পরিদর্শনে আইসিসির প্রতিনিধি দল, পুলিশের সঙ্গে সিএবির বৈঠক

দুয়ারে টি-টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup)। কলকাতায় বিশ্বকাপের সেমিফাইনাল সহ সাতটি ম্যাচ রয়েছে। বিশ্বকাপের ঢাকের কাঠি পড়ে গিয়েছে। তৈরি...

মধ্যমগ্রামের বাদুতে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন

ফের ভয়াবহ অগ্নিকাণ্ড মধ্যমগ্রামে (Massive fire in Madhymgram)! সেখানের একটি রং তৈরির রাসায়ানিক কারখানায় বিধ্বংসী এই আগুন লাগার...

৫০বছরের পূর্তির আগেই ‘বই তীর্থ’: গিল্ডের আবদার মেনে বইমেলায় বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধনী মঞ্চেই গিল্ডের আবদার বইয়ের জন্য একটি নির্দিষ্ট জায়গা করে দিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

কূটনীতির জন্য ক্রিকেটকে জলাঞ্জলি, বিশ্বকাপ বয়কট বাংলাদেশের

জল্পনার অবসান, টি২০ বিশ্বকাপ (T20 World Cup) খেলতে ভারতে আসবে না বাংলাদেশ (Bangladesh ), ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর...