সরাসরি: উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী

নিজস্ব চিত্র

রবিবার উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সফরের আজ দ্বিতীয় দিন। সোমবার দার্জিলিংয়ে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।

  • দার্জিলিং-এর রাস্তায় দলীয় কর্মীদের নিয়ে হাঁটতে বেরোন তিনি।  হাঁটতে বেরিয়ে পথচলতি বৃদ্ধাকে বেল্ট পরার কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকা দলীয় কর্মীদের বৃদ্ধার বাড়িতে বেল্ট পৌঁছে দেওয়ার নির্দেশও দেন তিনি। অক্লান্ত হাঁটায় তিনি পাহাড়ের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন তিনি।
  • দার্জিলিং-এর পথে হাঁটতে হাঁটতে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য বিনিময় করছেন মুখ্যমন্ত্রী।পাহাড়বাসীর সঙ্গে সঙ্গে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বেড়াতে আসা পর্যটকরা মুখ্যমন্ত্রীকে দেখে আপ্লুত।

  • ভানুভবনের একটি অংশে দলীয় কর্মীদের মিউজিয়াম করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।
  • তৃণমূল ভবন এখন ভাঙা হয়েছে। এক্সক্লুসিভ পার্টি অফিস না হলে কাজের অসুবিধে হচ্ছে। তাই একটি পুরনো হোটেলকে নতুন করে সাজিয়ে নিয়ে তৃণমূল ভবন তৈরি হবে, বললেন মুখ্যমন্ত্রী।
  • দার্জিলিং ম্যালে বিশ্ব বাংলা শোরুম ঘুরে দেখলেন। কর্মীদের সঙ্গে কথা বললেন। বিক্রি কেমন হচ্ছে জিজ্ঞেস করা ছাড়াও বেতন ঠিকঠাক হচ্ছে কি না তাও খোঁজ নিলেন খোদ মুখ্যমন্ত্রী।
  • পাহাড়ের হাঁটতে বেরিয়ে একরত্তিকে কোলে তুলে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে আশীর্বাদও করলেন।

নিজস্ব চিত্র

  • হাঁটতে বেরিয়ে বাচ্চাদের চকোলেট উপহার দিলেন মুখ্যমন্ত্রী।

  • পাহাড়ের রাজনৈতিক দলগুলির সঙ্গে সোমবার বেলা ৩টেয় বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর।
  • বুধবার হামরো পার্টি অজয় এডওয়ার্ডসের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • বনধে বাস ভাঙচুরে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। বনধের নামে যারা গুন্ডাগিরি-বাস ভাঙচুর করছেন ,তাঁদের বিরুদ্ধে দার্জিলিং থেকেই প্রশাসনকে কড়া পদক্ষেপের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।বাস ভাঙচুর, সরকারি সম্পত্তি নষ্ট সহ আজকের যেখানে যত হিংসার ঘটনা যারা ঘটিয়েছে তাদের গ্রেফতারের নির্দেশ দেন তিনি।
  • বিধানসভায় আজ গন্ডগোলের ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী।বিধানসভার ঘটনায় শুভেন্দু অধিকারীর নামে এফআইআর করা হবে বলে দার্জিলিং থেকেই মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে ফোনে কথা বলে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  • মুখ্যমন্ত্রীর সামনে নিজেদের দক্ষতা প্রদর্শন করলেন দার্জিলিং পুলিশের উইনার্স টিম

নিজস্ব চিত্র




 

Previous articleবগটুই কাণ্ডে আজ সাঁইথিয়ায় CBI-এর টিম, তলব নিহতর পরিবারকে
Next articleMamata Bandyopadhaya:ভাঙচুর-গুন্ডামির বিরুদ্ধে কড়া ব্যবস্থা, জানালেন মুখ্যমন্ত্রী