Wednesday, November 12, 2025

উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে সোমবার দার্জিলিং-এর রাস্তায় সকালে দলীয় কর্মীদের নিয়ে হাঁটতে বেরোন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মোট ১৫ কিলোমিটার পাহাড়ি রাস্তা অতিক্রমের পথে এদিন মুখ্যমন্ত্রী যা করলেন, তা সত্যিই নজীরবিহীন।

আরও পড়ুন:Mamata Bandyopadhaya:ভাঙচুর-গুন্ডামির বিরুদ্ধে কড়া ব্যবস্থা, জানালেন মুখ্যমন্ত্রী

এর আগেও রাজধর্মের পাশাপাশি মানবিকতার রূপ দেশবাসীর চোখে পড়েছে।আজও  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই একই ছবি আবারও ফুটে উঠল। সকালে হাঁটতে বেরিয়ে পথচলতি এক বৃদ্ধাকে বেল্ট পরার কথা বলেন তিনি। শুধু তাই নয়,দলীয় কর্মীদের নির্দেশও দেন যাতে তারা বাড়িতে পৌঁছেই বৃদ্ধার বাড়িতে বেল্ট পৌঁছে দেন। অক্লান্ত হাঁটার পথে পাহাড়ের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন তিনি। হাঁটতে হাঁটতে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। প্রত্যেকের সঙ্গে হাসিমুখে কথা বলেন মুখ্যমন্ত্রী। কে কেমন আছেনই শুধু নয়, তাঁদের সমস্যার কথাও জিজ্ঞেস করেন মুখ্যমন্ত্রী। পাহাড়বাসীর সঙ্গে সঙ্গে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বেড়াতে আসা পর্যটকরা মুখ্যমন্ত্রীকে এই রূপে দেখে মুগ্ধ।

এরপরই চোখে পড়ে মমতাময়ী মুখ্যমন্ত্রীকে। হাঁটার মাঝেই তিনমাসের একরত্তিকে কোলে তুলে নেন। আশীর্বাদও করেন ছোট্ট অগ্নিকে।  পাশাপাশি পাহাড়ে বেরিয়ে বাচ্চাদের চকোলেট উপহার দেন মমতা।এদিন দলীয় কর্মীদের নিয়ে দার্জিলিং ম্যালে মোট ১৫ কিলোমিটার পাহাড়ি রাস্তা হাঁটেন তিনি । স্থানীয় বিশ্ব বাংলার শোরুমে ঢুকে সেখানকার কর্মচারীদের সঙ্গে কথা বলেন।বিক্রি কেমন হচ্ছে জিজ্ঞেস করা ছাড়াও বেতন ঠিকঠাক হচ্ছে কি না তাও খোঁজ নেন খোদ মুখ্যমন্ত্রী। কর্মচারীদের সঙ্গে আলাপচারিতাও সারেন তিনি। কখনই একবারের জন্যও ক্লান্ত দেখায়নি তাঁকে।

এদিন দলীয় কর্মীদের দার্জিলিংয়ের ভানুভবনের একটি অংশে মিউজিয়াম করার কথা বলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি দার্জিলিংয়ে ভাঙা হয়েছে তৃণমূল ভবন। তাই দলীয় কাজের জন্য একটি পুরনো হোটেলকে সাজিয়ে তৃণমূল ভবন তৈরির নির্দেশ দেন তিনি।

Related articles

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...

এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডি-লিট মমতাকে, জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয়

বাংলার মুকুটে গৌরবের পালক। এশিয়ার প্রথম মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডিলিট দেওয়া হল।...
Exit mobile version