কানাঘুষো শোনা যাচ্ছিল আগে থেকেই এবার সেই সবটাই সত্যি হল।২৭ মার্চ রবিবার এক হয়ে গেল পিভিআর (PVR) এবং আইনক্স (Inox)।
কিন্তু কিসের ভিত্তিতে এই সংযুক্তকরন আর সিনেমা জগতকেই বা কতটা সমৃদ্ধ করবে এই ব্যবসায়িক সিদ্ধান্ত। এই বিষয়ে জানা যাচ্ছে যেহেতু দুই কোম্পানি আলাদা আলাদা ভাবে যথেষ্ট সফল ও মানুষের পছন্দের তালিকায় স্থান পেয়েছে, তাই এবার একসাথে এক ছাদের নিচে আরও বেশি করে মানুষের মনোরঞ্জনের কথা মাথায় নিয়ে কাজ করবে নতুন কোম্পানি।
চুক্তি অনুযায়ী নতুন কোম্পানি পিভিআর আইনক্স লিমিটেডের (PVR Inox Limited) শেয়ারের অনুপাতের হিসেব হবে, আইনক্সের প্রতি ১০ শেয়ারে পিভিআরের শেয়ার ৩।
কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, সংযুক্তিকরণের এখনও বেশ কিছু ধাপ বাকি রয়েছে। সেবি এবং আরও কিছু সংস্থার অনুমতি প্রয়োজন রয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব সেই সমস্ত কাজগুলো শেষ করার প্রক্রিয়া চলছে। নতুন কোম্পানির যে বোর্ড গঠন করা হবে তাতে ১০জন সদস্য থাকবেন। যার ৫ জন থাকবেন পিভিআর থেকে আর ৫ জন থাকবেন আইনক্স থেকে।
ফের চালু হচ্ছে কলকাতা-ঢাকা বাস সার্ভিস
শোনা যাচ্ছে, নতুন কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে, পিভিআরের চেয়ারম্যান অজয় বিজলিই হবেন নতুন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। এছাড়া সংযুক্তিকরণের চুক্তি অনুযায়ী আইনক্স গ্রুপের চেয়ারম্যান পবন কুমার জৈন বোর্ডের নন এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে থাকবেন বলেই সূত্রের খবর।