Wednesday, January 14, 2026

ইডির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সঞ্জয় রাউতের, চিঠি লিখলেন প্রধানমন্ত্রীকে

Date:

Share post:

ইডি-সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ করছে বিজেপি বিরোধী দলগুলি। এবার শিবসেনার (Sivsena) মুখপাত্র তথা দলের মুখপত্র ‘সামনা’র এডিটর সঞ্জয় রাউত (Sanjay Raut) বিস্ফোরক অভিযোগ করলেন। ইডির (ED) আধিকারিকদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করেন তিনি। এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি দিলেন সঞ্জয়।

সেখানে ইডির আধিকারিকদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করেন সঞ্জয়। তাঁর চিঠিতে লিখেছেন, যে লক্ষ-কোটি টাকা তাঁরা নেন সেটা হাত ঘুরে বিভিন্ন কোম্পানিতে লগ্নি হয়। এক্ষেত্রে জিতেন্দ্র চন্দ্রলাল নবিলানির নাম উল্লেখ করেছেন সঞ্জয়। একইসঙ্গে সাতটা কোম্পানির নাম জানিয়েছেন তিনি। তাঁর কথায়, এই সাতটা কোম্পানিতে রয়েছেন এই জিতেন্দ্র এবং তিনি ইডির থেকে টাকা নিয়ে এই কোম্পানিগুলোতে খাটাচ্ছেন।

সঞ্জয় তাঁর চিঠিতে উল্লেখ করেছেন, ২০১৩ সুপ্রিমকোর্ট একটি রায় সিবিআইকে (CBI) “খাঁচায় বন্দি তোতা পাখি” বলে ঘোষণা করেছিল। একই পথে হাঁটছে ইডিও। একের পর এক তথ্য তুলে ধরেছেন সঞ্জয়। তিনি বলেন, এর আগে উপরাষ্ট্রপতিকে তিনি এ বিষয়ে চিঠি লিখেছেন। কিন্তু শিবসেনার মুখপাত্রের মতে, প্রধানমন্ত্রীকে এ বিষয়ে জানানো তাঁর উচিত মনে হয়েছে, সে কারণেই অভিযুক্ত কোম্পানির নাম, কাদের থেকে কত টাকা নেওয়া হয়েছে সমস্ত তথ্য দিয়ে নরেন্দ্র মোদির কাছে পাঠিয়েছেন শিবসেনার মুখপাত্র। এখন এই চিঠি পাওয়ার পর প্রধানমন্ত্রী এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেন কি না সেটাই দেখার।

আরও পড়ুন- এবার ময়দানে অভিষেকের টিম, ‘খেলা হবে’ পয়লা বৈশাখ থেকেই

spot_img

Related articles

প্রকল্প দ্রুত সম্পাদনে সক্রিয় ও কার্যকর নজরদারি

অলকেশ কুমার শর্মা ভারতীয় অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হল পরিকাঠামো ক্ষেত্র। উন্নতমানের পরিকাঠামো কেবল উন্নত পরিষেবার স্থায়ী চাহিদাই সৃষ্টি...

রাজনৈতিক কথা নয়, রাজ্য সরকারের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা: অভিষেকে মুগ্ধ রঞ্জিত

ছক ভেঙে নিজে গিয়ে টলিউডের বর্ষীয়ান অভিনেতা তথা কলকাতার প্রাক্তন শেরিফ রঞ্জিত মল্লিকের বাড়ি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

জেলাশহরে ইএসআই পরিষেবা জোরদার করতে নতুন সার্ভিস ডিসপেনসারি

ইএসআই-ভুক্ত শ্রমিক ও তাঁদের পরিবারের প্রাথমিক চিকিৎসা পরিষেবা আরও মজবুত করতে জেলাশহরগুলিতে নতুন উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার।...

পৌষের শেষে নতুন শুরু! বিহারে লালু গেলেন বড় ছেলে তেজ প্রতাপের বাড়ি

নিজের বড় ছেলে তেজ প্রতাপ যাদবকে আরজেডি থেকে বহিষ্কার করেছিলেন আট মাস আগে। ত্যাজ্য পুত্র করেছিলেন তাঁকে। লালু...