ঝুলন, মিতালিদের সঙ্গে বসতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড: সূত্র

মিতালি রাজের(Mitali Raj) পর ভারতীয় মহিলা ক্রিকেট দলের(Woman Cricket Team) নতুন অধিনায়ক কে হতে পারেন? বিশ্বকাপে দলের ব্যর্থতার পর দুটো নাম উঠে আসছে। স্মৃতি মান্ধানা ও হরমনপ্রীত কউর। অভিজ্ঞতা, পারফরম্যান্স এবং ছোট ফরম্যাটে নেতৃত্ব দেওয়ার নিরিখে দৌড়ে কিছুটা এগিয়ে হরমনপ্রীত। কিন্তু ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শান্তা রঙ্গস্বামী জানিয়ে দিলেন তাঁর পছন্দ। শান্তা একই সঙ্গে বিসিসিআই-এর অ্যাপেক্স কাউন্সিলের সদস্যও। তাঁর কথায়, “যদি মিতালি চায়, ওর খেলা চালিয়ে যেতেই পারে। কিন্তু এবার ভারতীয় মহিলা দলের নতুন অধিনায়ক বাছার সময় হয়েছে। আমার তো মনে হয়, স্মৃতিরই অধিনায়ক হওয়া উচিত। হরমনপ্রীত যে ম্যাচ উইনার, সেটা ও প্রমাণ করেছে। দলের তারকা খেলোয়াড়। কিন্তু নেতৃত্ব দিলে একই সঙ্গে ধারাবাহিকও হতে হবে। নেতৃত্বের বাড়তি দায়িত্বের কথা ভাবলে হরমনপ্রীত হয়তো স্মৃতির পিছনে থাকবে। আমার তো মনে হয়, অধিনায়কত্ব হরমনপ্রীতের উপর বাড়তি বোঝা হয়ে যেতে পারে। সেটাই কিন্তু স্মৃতি চমৎকার সামলাতে পারবে। ওর টেম্পারামেন্ট, মানসিকতা অধিনায়কত্বের পক্ষে যায়।”

বিশ্বকাপ সেমিফাইনালে উঠতে না পেরে লিগ পর্ব থেকেই বিদায় ঘটেছে ভারতের। দলের দুই সিনিয়র ক্রিকেটার মিতালি রাজ ও ঝুলন গোস্বামীর ভবিষ্যৎ নিয়ে চর্চা শুরু হয়েছে। দু’জনেরই যে এটা শেষ বিশ্বকাপ ছিল, সেটাও জানা ছিল সবার। বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরা থেকে গেলেও ৪০ ছুঁইছুঁই দুই তারকা এখনও অবসর নিয়ে কোনও সিদ্ধান্ত জানাননি। শোনা যাচ্ছে, বিসিসিআই দু’জনের সঙ্গে আলাদা করে কথা বলতে পারে। বোর্ডও চাইছে, ভবিষ্যতের দিকে তাকাতে। প্রাক্তন অধিনায়ক ডায়ানা এডুলজি তো বলেই দিয়েছেন, মিতালি-ঝুলন অবসর ঘোষণা না করলে বোর্ডের উচিত কঠিন সিদ্ধান্ত নেওয়া।

Previous articlePartha: পরিকল্পনা করে বিধানসভায় অশান্তি ছড়াচ্ছে বিজেপি: পার্থ
Next articleMamata: সবাই চাইছে জিটিএ নির্বাচন হোক: ২-৩ মাসের মধ্যে ভোটের ইঙ্গিত মুখ্যমন্ত্রীর