Saturday, August 23, 2025

ঝুলন, মিতালিদের সঙ্গে বসতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড: সূত্র

Date:

মিতালি রাজের(Mitali Raj) পর ভারতীয় মহিলা ক্রিকেট দলের(Woman Cricket Team) নতুন অধিনায়ক কে হতে পারেন? বিশ্বকাপে দলের ব্যর্থতার পর দুটো নাম উঠে আসছে। স্মৃতি মান্ধানা ও হরমনপ্রীত কউর। অভিজ্ঞতা, পারফরম্যান্স এবং ছোট ফরম্যাটে নেতৃত্ব দেওয়ার নিরিখে দৌড়ে কিছুটা এগিয়ে হরমনপ্রীত। কিন্তু ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শান্তা রঙ্গস্বামী জানিয়ে দিলেন তাঁর পছন্দ। শান্তা একই সঙ্গে বিসিসিআই-এর অ্যাপেক্স কাউন্সিলের সদস্যও। তাঁর কথায়, “যদি মিতালি চায়, ওর খেলা চালিয়ে যেতেই পারে। কিন্তু এবার ভারতীয় মহিলা দলের নতুন অধিনায়ক বাছার সময় হয়েছে। আমার তো মনে হয়, স্মৃতিরই অধিনায়ক হওয়া উচিত। হরমনপ্রীত যে ম্যাচ উইনার, সেটা ও প্রমাণ করেছে। দলের তারকা খেলোয়াড়। কিন্তু নেতৃত্ব দিলে একই সঙ্গে ধারাবাহিকও হতে হবে। নেতৃত্বের বাড়তি দায়িত্বের কথা ভাবলে হরমনপ্রীত হয়তো স্মৃতির পিছনে থাকবে। আমার তো মনে হয়, অধিনায়কত্ব হরমনপ্রীতের উপর বাড়তি বোঝা হয়ে যেতে পারে। সেটাই কিন্তু স্মৃতি চমৎকার সামলাতে পারবে। ওর টেম্পারামেন্ট, মানসিকতা অধিনায়কত্বের পক্ষে যায়।”

বিশ্বকাপ সেমিফাইনালে উঠতে না পেরে লিগ পর্ব থেকেই বিদায় ঘটেছে ভারতের। দলের দুই সিনিয়র ক্রিকেটার মিতালি রাজ ও ঝুলন গোস্বামীর ভবিষ্যৎ নিয়ে চর্চা শুরু হয়েছে। দু’জনেরই যে এটা শেষ বিশ্বকাপ ছিল, সেটাও জানা ছিল সবার। বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরা থেকে গেলেও ৪০ ছুঁইছুঁই দুই তারকা এখনও অবসর নিয়ে কোনও সিদ্ধান্ত জানাননি। শোনা যাচ্ছে, বিসিসিআই দু’জনের সঙ্গে আলাদা করে কথা বলতে পারে। বোর্ডও চাইছে, ভবিষ্যতের দিকে তাকাতে। প্রাক্তন অধিনায়ক ডায়ানা এডুলজি তো বলেই দিয়েছেন, মিতালি-ঝুলন অবসর ঘোষণা না করলে বোর্ডের উচিত কঠিন সিদ্ধান্ত নেওয়া।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version