Sunday, May 4, 2025

দেশের সব প্রধানমন্ত্রীর কাজকে স্বীকৃতি দিতে পিএম মিউজিয়াম মোদি সরকারের

Date:

দেশের সব প্রধানমন্ত্রীর(Prime Ministers) কাজকে স্বীকৃতি দিতে এবার উদ্যোগী হল মোদি সরকার(Modi Govt)। আর সেই লক্ষ্যেই নরেন্দ্র মোদি সরকারের তরফে রাজধানীতে তৈরি করা হল পিএম মিউজিয়াম(PM Misuam)। আগামী ১৪ এপ্রিল এই মিউজিয়ামের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এতদিন শুধুমাত্র দেশের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর(Jaharlal Neheru) নামেই ছিল মিউজিয়াম। তার ঠিক পাসেই তৈরি করা হয়েছে এই পিএম মিউজিয়াম।

মঙ্গলবার বিজেপি সাংসদদের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, এনডিএ সরকার সব প্রাক্তন প্রধানমন্ত্রীর কাজকেই স্বীকৃতি দেয়। ১৪ জন প্রধানমন্ত্রী সম্পর্কেই তথ্য থাকবে ‘প্রধানমন্ত্রী সংগ্রহশালা’য়। এই সংগ্রহশালায় ঘুরে দেখার জন্য বিজেপির সব সাংসদকে অনুরোধ করেছেন মোদি। ১৪ এপ্রিল বি আর আম্বেদকরের জন্মদিন। সেদিন এই পিএম সংগ্রহশালার পাশাপাশি আম্বেদকরকে নিয়েও একটি সংগ্রহশালা তৈরি করেছে মোদি সরকার।

আরও পড়ুন:মন্দিরের বাইরে মুসলিম হকার নিষিদ্ধ কর্ণাটকে, সরকারের বিরুদ্ধেই সুর চড়ালেন বিজেপি নেতা

উল্লেখ্য, দেশের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর জীবন ও দেশের প্রতি তাঁর অব্দান নিয়ে নেহেরু বাসভবনে একটি মিউজিয়াম রয়েছে। তার ঠিক পাশেই ২৭০ কোটিন টাকা খরচ করে ২০১৮ সালে এই সংগ্রহশালা তৈরির উদ্যোগ নেয় মোদি সরকার। ২০২০ সালের অক্টোবর মাসে এই কাজ শেষ হওয়ার কথা থাকলেও নানা কারণে আটকে থাকার পর সম্প্রতি শেষ হয়েছে এই মিউজিয়াম তৈরির কাজ। আগামী ১৪ এপ্রিল এই মিউজিয়ামের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Related articles

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...
Exit mobile version