Thursday, August 28, 2025

মন্দিরের বাইরে মুসলিম হকার নিষিদ্ধ কর্ণাটকে, সরকারের বিরুদ্ধেই সুর চড়ালেন বিজেপি নেতা

Date:

কর্ণাটকে (Karnataka) মন্দিরের বাইরে কোনও মুসলিম হকারদের (Muslim Hawkers) দোকান খুলতে দেওয়া যাবে না। সম্প্রতি কয়েকটি মন্দির কর্তৃপক্ষ এমনই সিদ্ধান্ত নিয়েছিল। এহেন সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছিল কর্ণাটকের বিজেপি সরকারও। এবার বিজেপিরই মন্ত্রী এইচ বিশ্বনাথ (H Biswanath) এই সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন নিজেদের সরকারের বিরুদ্ধেই।

জনতা দল থেকে বিজেপি-তে নাম লেখানো বিশ্বনাথের বক্তব্য, ”কর্ণাটকে বাসবরাজ বোম্মাইয়ের (Basabraj Bommai) নেতৃত্বাধীন সরকার এই ইস্যুর বিরুদ্ধে  কথা না বলে ধর্মীয় রাজনীতিতে জড়িয়ে পড়ছে।” সাংবাদিকদের তিনি আরও বলেন, ”মুসলিম হকাররা (Muslim Hawkers) খাবার ও ফুল বিক্রি করেন। এটা কীভাবে  ইস্যু হতে পারে? ওঁরা তো ব্যবসায়ী। ওঁরা কী খাবেন? হিন্দু, মুসলিম কোনও ব্যাপারই নয়। এটা খালি পেটের প্রশ্ন।”

আরও পড়ুন: জেলেনস্কিকে বলে দিন ওদের পিষে দেবো: শান্তি প্রস্তাবের পাল্টা হুঙ্কার পুতিনের

এরপরই বিশ্বনাথ (H Biswanath) দাবি করেছেন, এই সিদ্ধান্তের শুধু বিজেপি (BJP) নয়, আরএসএস কিংবা বজরং দলও (Bajrang Dal) রয়েছে। সম্প্রতি কর্ণাটকের উদুপি, শিবমোগা বিভিন্ন এলাকায় মন্দিরের বাইরে ফ্লেক্স টাঙিয়ে বলা হয়েছে, মন্দির চত্বরে মুসলিমরা কোনও দোকান দিতে পারবেন না। এরমাঝেই মুখ্যমন্ত্রী বোম্মাই বলেন, যদি এই নিষেধাজ্ঞা বেআইনি না হয়, যদি আইনসম্মত হয়, তাহলে তাঁর সরকার এতে কোনও রকম হস্তক্ষেপ করবে না। এই প্রসঙ্গে  বিশ্বনাথ জানান, তিনি বোম্মাইয়ের সঙ্গে কথা বলে রাজ্য সরকার এই ইস্যুতে পদক্ষেপ করার কথা জানিয়েছেন।




Related articles

আমাকে স্টেনগান-পাইপগান নিয়ে তাড়া করেছিল: গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনালেন তৃণমূল সভানেত্রী

তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) প্রতিষ্ঠা দিবস। আর বৃহস্পতিবার সেই সমাবেশে বক্তব্য রাখতে উঠে স্মৃতি মেদুর তৃণমূল (TMC) সুপ্রিমো...

এখনও চুপ মোদি! শুল্ক লাগুর পরেও ভারত নিয়ে কুকথা ট্রাম্পের পারিষদদের

পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময়ে বারবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারত-পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছিলেন। তখন চুপ করেছিলেন...

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...
Exit mobile version