Thursday, August 28, 2025

লাগাতার দাম বৃদ্ধি, এই নিয়ে ৮ দিনে সাত বার বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম (Price hike of Petrol And Diesel)। জ্বালানির দাম বৃদ্ধির চাপে মধ্যবিত্তের নাভিশ্বাস উঠছে।এর প্রতিবাদে এবার কলকাতার(Kolkata) রাজপথে তৃণমূল কংগ্রেস(TMC)।

ইঙ্গিত মিলেছিল আগেই , আশঙ্কাও ছিল, এবার তা সত্যি হল। উত্তরপ্রদেশ (Uttarpradesh)সহ ৫ রাজ্যে ভোট মিটতেই লাগাতার বাড়ছে পেট্রোল ও ডিজেলের দাম (Price hike of Petrol And Diesel)। মঙ্গলবারও ফের দাম বাড়ল জ্বালানির। পথে নেমে প্রতিবাদ তৃণমুলের। এদিন হাজরা মোড় থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল সংঘটিত হয়। মূলত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বেলাগাম হারে যেভাবে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম বাড়ানো হচ্ছে তারই প্রতিবাদে এদিন মিছিলে পা মেলান তৃণমূলের (TMC)কর্মী সমর্থকরা। মিছিলের সামনে সারিতে দেখা যায় যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষকে(Saayoni Ghosh)।

 

১০ বছর ঝগড়া করবেন না, পাহাড়ে উন্নয়নের ঝড় বইবে: বার্তা মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, কলকাতায় আজ ফের ৮৩ পয়সা বাড়ল পেট্রোলের দাম। মঙ্গলবার কলকাতায় লিটার প্রতি  পেট্রোলের দাম ১০৯ টাকা ৬৮ পয়সা। পাশাপাশি বেড়েছে ডিজেলের দামও। ৭০ পয়সা বেড়ে এখন হয়েছে ৯৪ টাকা ৬২ পয়সা। এই নিয়ে ৮ দিনে পেট্রোলের দাম বেড়েছে ৫ টাকার বেশি। ডিজেলের দাম বেড়েছে ৪ টাকা ৮৩ পয়সা। এর আগে সোমবার মূল্যবৃদ্ধির আঁচে তেতে ওঠে সংসদের অধিবেশন। প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী প্রশ্ন বলেন,  রান্নার গ্যাস, পেট্রোল-ডিজেলের সঙ্গে ইউক্রেনের যুদ্ধের কোনও সম্পর্ক নেই, তাহলে কেন দাম বাড়ছে ?  সংসদে সরব হন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যখন উত্তরপ্রদেশ-সহ কয়েকটি রাজ্যে ভোট এল, তখন জ্বালানির দাম বৃদ্ধি বন্ধ হয়ে গেল, তারপর যখন ভোটের রেজাল্ট বেরলো, তার পরই মূল্যবৃদ্ধি রকেটের গতিতে বাড়তে শুরু করল ! আজ পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে বিরোধিতা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের।

Related articles

‘বাপ কা বেটা’, আর্যবীরের ব্যাটিং তাণ্ডবে পিতা সেহবাগের ছায়া

কথায় আছে বাপ কা বেটা। এই কথাটা যেন বাস্তবে পরিণত করছেন বীরেন্দ্র সেহবাগ (Virender Sehwag) পুত্র আর্যবীর (Aaryavir...

রাজ্যসঙ্গীতে শুরু TMCP-র প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান, বাংলার হেনস্থার প্রতিবাদে সরব ছাত্র পরিষদ 

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের (TMCP Foundation Day) অনুষ্ঠানে বাংলার জয়গান। গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত সমাবেশে রাজ্য সঙ্গীত...

মমতা-অভিষেকের পোস্টার হাতে জয় বাংলা স্লোগান, ভিড় বাড়ছে মেয়ো রোডে

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস (TMCP foundation day) উপলক্ষে সকাল থেকে শহরের সব পথ মিশেছে মেয়ো রোডের রাস্তায়।...

জম্মু-কাশ্মীরের বান্দিপোরায় সেনার সঙ্গে গুলির লড়াই, মৃত ২ জঙ্গি!

বৃহস্পতির সকাল থেকেই ভূস্বর্গে সেনা-জঙ্গির লড়াই। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করতেই বান্দিপোরায় দুই জঙ্গিকে খতম করল...
Exit mobile version