Friday, December 19, 2025

ব্যাপক মূল্যবৃদ্ধিতে ওষ্ঠাগত জীবন, টুইটে মোদি সরকারকে তুলোধনা অভিষেকের

Date:

Share post:

মোদি জামানায় লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকা পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ। ভয়াবহ মূল্যবৃদ্ধি নিয়ে বারবার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। এবার পেট্রোল- ডিজেল- গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে মোদি সরকারকে(Modi Govt) তোপ দাগলেন তৃণমূল(TMC) কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhisekh Banerjee)।

সোমবার একটি ইনফোগ্রাফ সহ টুইট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাতে ডায়মন্ড হারবারের সাংসদ(MP) দেখাতে চেয়েছেন, ২০১৯-এর মার্চ থেকে ২০২২-এর মার্চ– ভোজ্যতেল, পেট্রল, ডিজেল, রান্নার গ্যাস, প্যারাসিটামল ওষুধের দাম কী ছিল কী হয়েছে। ওই তালিকা টুইট করার পাশাপাশি অভিষেক লিখেছেন, “বড় বড় ভাষণ দেওয়া এই প্রতিশ্রুতি ভঙ্গকারী, জুমলাবাজ, ঘৃণার কারবারীদের ভেঙে গুঁড়িয়ে দিতে হবে।” মূল্যবৃদ্ধির প্রসঙ্গ উল্লেখ করে অভিষেক আরও লিখেছেন, “সুশাসনের নামে নরেন্দ্র মোদি জনজীবনকে ওষ্ঠাগত করে তুলেছেন।”

 

উল্লেখ্য, ২০২১-এর শেষের দিকে আকাশছোঁয়া জ্বালানীর দামে নাভিশ্বাস উঠেছিল মধ্যবিত্তের। এই পরিস্থিতিতে মাঝে প্রতি লিটার পেট্রোলে ৫ টাকা এবং ডিজেলে ১০ টাকা শুল্ক কমায় কেন্দ্র। যদিও যে পরিমান মূল্যবৃদ্ধি হয়েছিল তাঁর তুলনায় সংখ্যাটা ছিল নগণ্য। এরপর ২০২২ এ ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের পর মার্চ মাস থেকে আবারও বাড়তে থাকে জ্বালানীর দাম। রবিবারের পর মঙ্গলবার ফের বেড়েছে পেট্রোল-ডিজেলের দাম। বর্তমানে কলকাতার পেট্রোলের লিটার পিছু দাম ১০৯ টাকা ৬৮ পয়সা এবং ডিজেলের লিটার পিছু দাম ৯৪ টাকা ৬২ পয়সা। এই নিয়ে গত আটদিনে সাতবার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। দাম বেড়েছে দিল্লি, মুম্বাই, চেন্নাইতেও। দিল্লিতে পেট্রোলে মঙ্গলবার সেঞ্চুরি করল। ভোট মিটতেই জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করেছিল অনেকেই। সেই আশঙ্কাকে সত্যি করে বাড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম।

spot_img

Related articles

কবে থেকে ভোটারদের শুনানি: শুক্রেও নিরুত্তর কমিশন!

খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে ১৬ ডিসেম্বর। অন্যান্য রাজ্যের মতো অতিরিক্ত সময় চায়নি বাংলার নির্বাচন কমিশন (Election Commission)।...

ফের CPIM-এ নারীঘটিত কেলেঙ্কারি, মুখ বাঁচাতে তরুণ নেতাকে বহিষ্কার সেলিমদের

সুশান্ত ঘোষ, তন্ময় ভট্টাচার্য, বংশগোপাল চৌধুরীর পরে ফের নারীঘটিত কেলেঙ্কারি সিপিএমে (CPIM)। এবার নাম জোড়ালো এক তরুণতুর্কির। মুখ...

সেবাশ্রয়ে ২০তম দিনে ক্যাম্পে যাবেন অভিষেক: সাফল্যের খতিয়ান পেশ

প্রথম ক্যাম্পের সাফল্য অনুপ্রাণিত করেছে দ্বিতীয় ক্যাম্পের আয়োজনে। সেবাশ্রয়-২ উদ্বোধনে সদর্পে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়...

তৃণমূলের প্রতিবাদেই বিরোধী ঐক্যে শান: সাংসদদের বিশেষ বার্তা মমতার

যতবার কেন্দ্রের স্বৈরাচারী বাংলা-বিরোধী বিজেপি সরকার বাংলার মানুষের উপর নানাভাবে চাপ প্রয়োগ, বঞ্চনার চেষ্টা চালিয়েছে, ততবার তৃণমূল নেত্রী...