Wednesday, November 12, 2025

কংগ্রেসের শক্তিশালী হওয়া দরকার: নীতীন গড়করির মন্তব্যে জাতীয় রাজনীতিতে শোরগোল

Date:

সময় যত গড়াচ্ছে শক্তি হারাতে হারাতে নিঃশেষ হচ্ছে কংগ্রেস(Congress)। দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দলের এমন করুণ অবস্থায় উদ্বিগ্ন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি(Nitin Gadkari)। সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাঁর দাবি, সুস্থ গণতন্ত্রের লক্ষ্যে কংগ্রেসের শক্তিশালী হওয়া অত্যন্ত জরুরি।

গত সোমবার পুনেতে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করি। সেখানেই তিনি বলেন, “গণতন্ত্র(Democracy) চলে দুটি চাকার উপর। একটা চাকা শাসকদলের আরেকটা চাকা বিরোধী দলের। সুস্থ গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী থাকাটা দরকার। সেকারণেই মন থেকে আমি চাই, জাতীয় স্তরে কংগ্রেস আরও শক্তিশালী হোক।” বিগত কয়েক বছর ধরে আঞ্চলিক দলগুলি যেভাবে বিরোধী পরিসর দখল করছে সেটাকে বিপদজনক বলে দাবি করে গড়করি বলেন, “যেভাবে আঞ্চলিক দলগুলি কংগ্রেসের জায়গা নিয়ে নিচ্ছে তা মোটেই ভালো লক্ষণ নয়।” তবে মোদির মন্ত্রিসভার প্রথম সারির মন্ত্রীর এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই জাতীয় রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।

আরও পড়ুন:ফের রাজ্যের সঙ্গে সংঘাতের পথে রাজ্যপাল, রামপুরহাট নিয়ে মুখ্যমন্ত্রীকে আলোচনায় বসার আমন্ত্রণ

উল্লেখ্য, বর্তমান সময়ে কংগ্রেসেই হাল সত্যি শোচনীয়। লোকসভায় প্রধান বিরোধী দলের তকমাটাও নেই কংগ্রেস শিবিরের দখলে। আগামী মাসের শেষে রাজ্যসভায় প্রধান বিরোধী দলের তকমা হারাতে পারে হাত শিবির। এই মুহূর্তে গোটা দেশে মাত্র দুটি রাজ্যে নিজের শক্তিতে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। এদিকে আপ ও তৃণমূল যেভাবে শক্তি বিস্তার করে উঠে আসছে তাতে আগামিদিনে কংগ্রেসের অবস্থা আরও খারাপ হতে পারে বলে মনে করছে রাজনৈতিক শিবির।

Related articles

দিল্লিকাণ্ডে অধরা ১০টি প্রশ্নের উত্তর, জবাব দিন স্বরাষ্ট্রমন্ত্রী

লালকেল্লার সামনে আই 20 গাড়ি বিস্ফোরণ দিল্লির বিজেপি শীর্ষ নেতৃত্বের সন্ত্রাস ধ্বংস করার ফাঁপা বেলুন চুপসে দিয়েছে। জবাব...

ভোররাতে নিজের বাড়িতে অজ্ঞান গোবিন্দা! দ্রুত ভর্তি করা হল হাসপাতালে

বুধের সকালে খবরের শিরোনামে বলিউড (Bollywood)। একদিকে যখন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র ( Dharmendra) হাসপাতাল থেকে ছাড়া পেলেন তখন...

মুখ্যমন্ত্রীর মুকুটে নয়া পালক, আজ মমতাকে ডি’লিট উপাধি জাপানের ইউকোহামা বিশ্ববিদ্যালয়ের 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ সংগ্রামী জীবন এবং প্রশাসনিক সাফল্যকে কুর্নিশ জানিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধানকে ডি’লিট উপাধি দিচ্ছে...

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...
Exit mobile version