Wednesday, November 12, 2025

আইপিএলের ( IPL) প্রথম ম‍্যাচে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে(CSK) হারিয়ে অভিযান শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স(KKR)। বলা ভালো গতবারের ফাইনালে হারের বদলাও নিয়েছেন নাইটরা। এই মুহূর্তে ফুরফুরে মেজাজে কেকেআর শিবির। বুধবার শ্রেয়স আইয়রদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর(RCB)।

সোমবার কলকাতা ফ্র্যাঞ্চাইজির ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে সুইমিং পুলেই ফিটনেস ট্রেনিংয়ে মেতেছেন শ্রেয়স আইয়াররা। ওয়াটার অ্যারোবিক্স থেকে শুরু করে বিভিন্ন ধরণের প্রতিযোগিতা। এবং তা সুইমিং পুলের ভিতরেই। মজার এই ভিডিওতে ধরা পড়েছে কেকেআর ক্রিকেটারদের মজাদার ফিটনেস ট্রেনিং। যার প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন শ্রেয়সরা।

বুধবার পরের ম্যাচে নাইটদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। যারা আবার প্রথম ম্যাচেই পাঞ্জাব কিংসের কাছে হেরেছে। তাই বলে বিরাট কোহলিদের হাল্কাভাবে নিচ্ছেন না শ্রেয়সরা। তাই জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে নাইট বাহিনী। অধিনায়ক শ্রেয়স এবং অজিঙ্ক রাহানেকে দেখা যায় দীর্ঘক্ষণ ব্যাট করতে। প্রথম ম্যাচে ৩৪ বলে ৪৪ রান করে দলকে ভরসা দিয়েছেন রাহানে। অভিজ্ঞ ব্যাটার সিএসকে ম্যাচের পর জানিয়েছিলেন, কোচ ব্রেন্ডন ম্যাকালাম ভয়ডরহীন ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছিলেন। সেই মন্ত্রেই তিনি সফল। এবার আরসিবি ম্যাচেও ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া রাহানে।
রাহানের মতোই জাতীয় দলের সীমিত ওভারের দলে আরেক ব্রাত্য উমেশ যাদবও প্রথম ম্যাচে বল হাতে সবাইকে চমকে দিয়েছেন। ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ২ উইকেট দখল করেছিলেন উমেশ। এবারের নিলামে প্রথমে অবিক্রিত ছিলেন বিদর্ভের অভিজ্ঞ পেসার। তবে একেবারে শেষ রাউন্ডে উমেশকে ২ কোটি টাকায় কিনেছিল কেকেআর। প্রথম ম্যাচেই আস্থার মান রাখেছেন তিনি।

আরও পড়ুন:India Team: কলকাতায় ভারতীয় দলের প্রস্তুতি শিবির নিয়ে সংশয়, হতে পারে পুণে এবং দোহা: সূত্র

 

 

Related articles

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...
Exit mobile version