Tuesday, August 26, 2025

আইপিএলের ( IPL) প্রথম ম‍্যাচে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে(CSK) হারিয়ে অভিযান শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স(KKR)। বলা ভালো গতবারের ফাইনালে হারের বদলাও নিয়েছেন নাইটরা। এই মুহূর্তে ফুরফুরে মেজাজে কেকেআর শিবির। বুধবার শ্রেয়স আইয়রদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর(RCB)।

সোমবার কলকাতা ফ্র্যাঞ্চাইজির ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে সুইমিং পুলেই ফিটনেস ট্রেনিংয়ে মেতেছেন শ্রেয়স আইয়াররা। ওয়াটার অ্যারোবিক্স থেকে শুরু করে বিভিন্ন ধরণের প্রতিযোগিতা। এবং তা সুইমিং পুলের ভিতরেই। মজার এই ভিডিওতে ধরা পড়েছে কেকেআর ক্রিকেটারদের মজাদার ফিটনেস ট্রেনিং। যার প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন শ্রেয়সরা।

বুধবার পরের ম্যাচে নাইটদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। যারা আবার প্রথম ম্যাচেই পাঞ্জাব কিংসের কাছে হেরেছে। তাই বলে বিরাট কোহলিদের হাল্কাভাবে নিচ্ছেন না শ্রেয়সরা। তাই জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে নাইট বাহিনী। অধিনায়ক শ্রেয়স এবং অজিঙ্ক রাহানেকে দেখা যায় দীর্ঘক্ষণ ব্যাট করতে। প্রথম ম্যাচে ৩৪ বলে ৪৪ রান করে দলকে ভরসা দিয়েছেন রাহানে। অভিজ্ঞ ব্যাটার সিএসকে ম্যাচের পর জানিয়েছিলেন, কোচ ব্রেন্ডন ম্যাকালাম ভয়ডরহীন ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছিলেন। সেই মন্ত্রেই তিনি সফল। এবার আরসিবি ম্যাচেও ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া রাহানে।
রাহানের মতোই জাতীয় দলের সীমিত ওভারের দলে আরেক ব্রাত্য উমেশ যাদবও প্রথম ম্যাচে বল হাতে সবাইকে চমকে দিয়েছেন। ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ২ উইকেট দখল করেছিলেন উমেশ। এবারের নিলামে প্রথমে অবিক্রিত ছিলেন বিদর্ভের অভিজ্ঞ পেসার। তবে একেবারে শেষ রাউন্ডে উমেশকে ২ কোটি টাকায় কিনেছিল কেকেআর। প্রথম ম্যাচেই আস্থার মান রাখেছেন তিনি।

আরও পড়ুন:India Team: কলকাতায় ভারতীয় দলের প্রস্তুতি শিবির নিয়ে সংশয়, হতে পারে পুণে এবং দোহা: সূত্র

 

 

Related articles

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...
Exit mobile version