সরাসরিঃউত্তরবঙ্গ সফরের তৃতীয় দিনে মুখ্যমন্ত্রী

আজ তৃতীয় দিনে পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর। সোমবারের মতো মঙ্গলবারও ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। তবে তার আগে সকালে দার্জিলিংয়ের পথে দলীয় কর্মীদের নিয়ে প্রাতঃভ্রমণে বেরোন তিনি।

  • পাহাড়ে হাঁটার সময় ছোট্ট মেয়ে আরোহী গুরুংকে আদর করেন মুখ্যমন্ত্রী। ছোট্ট আরোহীর হাত ধরে বলেন,ও আমার বেস্ট ফ্রেন্ড।

নিজস্ব চিত্র

  • পাহাড়বাসীর সঙ্গে আলাপচারিতায় মুখ্যমন্ত্রী। পর্যটকদেরদের সঙ্গেও কথা বললেন। মুখ্যমন্ত্রীকে দেখে আপ্লুত পাহাড়বাসী।

নিজস্ব চিত্র

  • পাহাড়ে ঘুরতে আসা পড়ুয়াদের আবদার মেটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব চিত্র

তৃতীয় দিনেও প্রাতঃভ্রমণে বেরিয়ে কয়েক কিলোমিটার খাড়া পাহাড়ি রাস্তা অতিক্রম করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুর দুটো নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিচমন্ড থেকে সোজা দার্জিলিং ম্যালে পৌঁছবেন। সেখানে কালিম্পং ও দার্জিলিং জেলার ৩৪০০ জন মহিলাকে বিধবা ভাতা দেবেন। এছাড়াও এই দুই জেলার ৩১০০ জন নতুন আবেদনকারিদের হাতেও তুলে দেবেন এই ভাতা।





Previous articleKolkata Police:অবরোধে আটক পরীক্ষার্থী, নিজের বাইকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিলেন ট্রাফিক সার্জেন্ট
Next articleচলন্ত ট্রেনে ছিনতাই, আটকাতে গিয়ে গুরুতর আহত যুবক