Monday, November 10, 2025

সামনেই ২০২৪ লোকসভা নির্বাচন। সেই কারণে মনে হয়েছিল মতুয়া ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষ্যে আয়োজিত মতুয়া মেলায় (Matua Dharma Maha Mela) আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) গলায় মতুয়া সমাজের মন পেতে অন্য কিছু শোনা যাবে। কিন্তু তিনি বললেন, নির্যাতন প্রতিরোধে আওয়াজ তোলার কথা। এদিন মোদির মুখে হরি ধ্বনিও শোনা যায়।

মঙ্গলবার মোদির বক্তৃতায় উঠে এসেছে, হিংসা এবং অরাজকতা দূর করার পাশাপাশি দুর্নীতির মোকাবিলার কথাও। তিনি মতুয়া সমাজের কাছে আবেদন করেছেন, “অত্যাচার এবং অরাজকতা রুখতে সক্রিয় হতে হবে।” তিনি বলেন,”রাজনৈতিক বিরোধিতার কারণে কাউকে আক্রমণ এবং হুমকি দেওয়ার ঘটনা সংসদীয় গণতান্ত্রিক রীতি পরিপন্থী।”

আরও পড়ুন-কংগ্রেসের শক্তিশালী হওয়া দরকার: নীতীন গড়করির মন্তব্যে জাতীয় রাজনীতিতে শোরগোল

হরিচাঁদ ঠাকুরের ২১১ তম জন্মতিথি। মতুয়া ধর্মগুরুর আবির্ভাব তিথি উপলক্ষ্যে ঠাকুরনগরের বারুণীর পুণ্যস্নান অনুষ্ঠান এবং মেলায় (Matua Dharma Maha Mela) ভার্চুয়াল বক্তৃতায় গত বছর বাংলাদেশের ওড়াকান্দি সফরের কথাও বললেন মোদি (Narendra Modi)। তিনি দাবি করেন বর্তমানে ভারতীয় সমাজে বিভাজনের অপচেষ্টা চলছে। প্রধানমন্ত্রীর বক্তব্য, “বর্তমান সময়ে হরিচাঁদ ঠাকুরের দর্শনের প্রয়োজনীয়তা রয়েছে।” একইসঙ্গে নারীশিক্ষা প্রচারে হরিচাঁদ ঠাকুরের ভূমিকার কথাও বলেছেন তিনি।

তবে মঙ্গলবার কোনও বিরোধী রাজনৈতিক দলের নাম নেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version