Saturday, December 6, 2025

বিতর্কিত মন্তব্যের জের, সাতদিন নরেন্দ্রনাথের ভোট প্রচারে নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের

Date:

Share post:

পাণ্ডবেশ্বরের বিধায়কের বিতর্কিত মন্তব্যের জের। আগামী সাতদিন নরেন্দ্রনাথ চক্রবর্তী (Narendranath Chakraborty) কোনও ভোট প্রচার করতে পারবেন না বলে জানিয়েছে জাতীয় নির্বাচন। কমিশন (Election Commission) বুধবার সকাল দশটা থেকেই এই নিষেধাজ্ঞা জারি হয়েছে। নরেন্দ্রনাথের সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিও-র (Video) প্রেক্ষিতেই এই নিষেধাজ্ঞা।

হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে শ্রদ্ধা নিবেদন মুখ্যমন্ত্রীর, আজ রাজ্য সরকারি ছুটি

আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। ফলে এই ভিডিও নিয়ে জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করে বিজেপি। ভিডিওটির সত্যতা যাচাই করছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, ভিডিওটি জাল নয়। এরপরেই কমিশনের তরফ থেকে আগামী সাতদিন পাণ্ডবেশ্বরের বিধায়কের প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সভা-সমিতি, মিছিল-মিটিং কিছুই করতে পারবেন না তিনি। এমনকী, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়াতেও কোনও বক্তব্য রাখতে পারবেন না নরেন্দ্রনাথ।

সম্প্রতি ওই বিধায়কের একটি মন্তব্যের ভিডিও ভাইরাল হয়। যদিও ভিডিও-র সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’। সেখানে দেখা যায়, পাণ্ডবেশ্বরের লাউদোহা ব্লকে এক কর্মী বৈঠকে বিজেপি-র (BJP) কর্মী-সমর্থকদের উদ্দেশ্য করে হুমকি দেন বিধায়ক। বিতর্কিত ওই ভিডিও-তে নরেন্দ্রনাথকে বলতে শোনা যাচ্ছে, ‘‘যাঁরা কট্টর বিজেপি, যাঁদেরকে হেলানো যাবে না তাঁদের চমকাতে হবে। বলবেন, আপনি যদি ভোট দিতে যান, তা হলে ধরে নেব বিজেপি-কে ভোট দেবেন। ভোটের পর আপনি কোথায় থাকবেন সেটা আপনার নিজের বিষয়। আর আপনি যদি ভোট দিতে না যান তা হলে ধরে নেব, আপনি আমাদের সমর্থন করছেন। আপনি ভাল ভাবে থাকুন ব্যবসা করুন, চাকরি করুন, আমরা আপনার সঙ্গে আছি। ক্লিয়ার!’’

এই ভিডিও ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক। তৃণমূলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, এই ধরনের মন্তব্য অনুমোদন করে না দল। মানুষের ভোটে জয়ী হয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল। সেখানে এই ধরনের মন্তব্য কোনও মতেই সমর্থন যোগ্য নয়। ভিডিও সম্পর্কে নরেন্দ্রনাথ চক্রবর্তীর সাফাই, এটা কোনও সাম্প্রতিক ভাষণ নয়। ভিডিয়োটি অনেক পুরনো। রাজনৈতিক ফায়দা তুলতেই এই ভিডিও ভাইরাল করছে বিজেপি।

spot_img

Related articles

হাসপাতালের বেডে শুয়ে সন্তানের অপেক্ষায় সোনালি: প্রকাশ করলেন সুপ্ত ইচ্ছা

শুক্রবারই ভারতে ফিয়ে নিয়ে আসা হয়েছে অন্তঃসত্ত্বা সোনালি খাতুন এবং তাঁর ৮ বছর বয়সী ছেলেকে। রাজ্য সরকারের তত্ত্বাবধানে...

কার্ল মার্ক্সের শিষ্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়! মেয়ো রোডের মঞ্চ থেকে অভিনব খোঁচা কল্য়াণের

বাংলার দক্ষ প্রশাসক মমতা বন্দ্যোপাধ্য়ায় একদিকে যেমন বাংলার শান্তি সম্প্রীতি রক্ষায় নিজে সচেষ্ট। তেমনই তাঁর সৈনিকেরাও শান্তি-সম্প্রীতি রক্ষার...

বকেয়া নিয়ে সংসদে ভুল বোঝাচ্ছে কেন্দ্র: দিল্লিতে সরব দুই ডেপুটি লিডার

শুধুমাত্র বাংলা বিরোধী জমিদারি চালে বাংলার প্রাপ্য দিতে নারাজ কেন্দ্রের স্বৈরাচারী বিজেপি সরকার। বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসও ছেড়ে...

বাস্তবিক সর্বধর্ম সমন্বয়ের বার্তা: মেয়ো রোড থেকে বিভাজনের বিরুদ্ধে সরব তৃণমূল

দেশের রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন ৬ ডিসেম্বর। প্রতিবছর বাংলার শাসকদল তৃণমূলের তরফে এই দিনটি সংহতি দিবস হিসাবে সম্প্রীতি...