Thursday, August 28, 2025

ব্যাপক মূল্যবৃদ্ধিতে মোদি সরকারের বিরুদ্ধে একযোগে সরব সোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কা

Date:

দেশে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রোল(Petrol), ডিজেল(Disel), রান্নার গ্যাস(Gas) সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। এই ইস্যুতে এবার একযোগে নরেন্দ্র মোদি(Narendra Modi) সরকারের বিরুদ্ধে সরব হয়ে উঠল গোটা গান্ধী পরিবার(Gandhi Family)। এদিন লোকসভায় মূল্যবৃদ্ধির পাশাপাশি ১০০ দিনের কাজে বরাদ্দ কমানোর ঘটনায় মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন কংগ্রেস চেয়ারপার্সন সোনিয়া গান্ধী(Sonia Gandhi)। পাশাপাশি মূল্যবৃদ্ধি ইস্যুতে টুইটারে সরব হন রাহুল গান্ধী(Rahul Gandhi) ও প্রিয়াঙ্কা গান্ধী(Priyanka Gandhi)।

মূল্যবৃদ্ধি ইস্যুতে এদিন টুইটারে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানায় নিয়ে রাহুল গান্ধী লেখেন, “ওঁকে প্রশ্ন করো না। উনি ফকির। ওঁর কাজ হয়ে দাঁড়িয়েছে রোজ পেট্রল, ডিজেলের দাম বৃদ্ধি করা।” একইসঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, বাংলাদেশ, পাকিস্থান, ভুটান, নেপালের থেকে ভারতে পেট্রল, ডিজেলের দাম বেশি। পাশাপাশি টুইটারে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী লেখেন, “অনুগ্রহ করে মানুষকে জানান, ভোটের সময় পেট্রল ডিজেলের দাম স্থির রাখার ফর্মুলাটা কী!”

আরও পড়ুন:Helicopter: হেলিকপ্টারে বৈষ্ণোদেবী ঘুরতে যেতে চেয়ে প্রতারণার ফাঁদে উত্তরপাড়ার ব্যবসায়ী

উল্লেখ্য, উত্তরপ্রদেশ সহ ৫ রাজ্যে নির্বাচনের আগে টানা প্রায় ৪ মাস কোনওরকম মূল্যবৃদ্ধি হয়নি জ্বালানী তেলের। তবে নির্বাচন পর্ব শেষ হওয়ার পর লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে জ্বালানী তেলের দাম। শেষ ১০ দিনে ৯ বার দাম বেড়েছে পেট্রোল ডিজেলের। এই পরিস্থিতিতে মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী শিবির। আজ থেকে ৭ এপ্রিল পর্যন্ত ‘মূল্যবৃদ্ধি মুক্ত ভারত’ অভিযান শুরু করেছে কংগ্রেস। এই পরিস্থিতিতে এবার একযোগে গান্ধী পরিবারের বিরুদ্ধে সরব হল গোটা গান্ধী পরিবার।

Related articles

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...
Exit mobile version