Tuesday, November 4, 2025

মাসের শুরুতেই একধাক্কায় ২৫০টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম

Date:

রুটিন মেনে দাম বাড়ছে জ্বালানি। গত ১০ দিনে ৯ বার দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। এবার বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম। একধাক্কায় সিলিন্ডার প্রতি বাণিজ্যিক গ্যাসের দাম ২৫০ টাকা বাড়িয়ে দেওয়া হল। স্বভাবতই হোটেল ব্যবসায়ী ও এলপিজি চালিত গাড়ির মালিকরা এরফলে বড়সড় ধাক্কা খেতে চলেছেন। এর পরোক্ষ প্রভাব পড়বে সেই মধ্যবিত্তদের উপরেই। এই মূল্যবৃদ্ধির ফলে শুক্রবার থেকে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হল ২ হাজার ২৫৩ টাকা।

আরও পড়ুন:ICORE মামলায় অভিযুক্ত সুমন চট্টোপাধ্যায়ের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

গত ১ মার্চই ১০৫ টাকা বাড়ানো হয় দাম। তারপর ২২ মার্চ দাম বাড়ানো হয় ৯ টাকা। এবার একধাক্কায় সিলিন্ডার পিছু ২৫০টাকা। গত দু’মাসে এই নিয়ে ১৯ কেজি-র বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম ৩৪৬ টাকা বাড়ল। স্বভাবতই মাথায় হাত ব্যবসায়ীদের।


উল্লেখ্য, উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে ভোটের আবহ শুরু হতেই হঠাৎ করে পেট্রোল-ডিজেল-রান্নার গ্যাসের দাম বাড়া বন্ধ হয়ে যায়। কিন্তু ভোট মিটতেই লাগাতার শুরু হয়েছে জ্বালানির জ্বালা। এদিকে ১লা এপ্রিল থেকেই বাড়ছে বিমানের জ্বালানির দামও। অ্যাভিয়েশন টার্বাইন ফুয়েল অর্থাৎ ATF-এর দাম এদিন বাড়িয়ে দেওয়া হয়েছে ২ শতাংশ। শুক্রবার থেকে ১ কিলোলিটার অ্যাভিয়েশন টার্বাইন ফুয়েলের দাম বাড়ছে ২ হাজার ২৫৮ টাকা ৫৪ পয়সা করে। এখন থেকে দিল্লিতে ATF বিক্রি হবে ১ লক্ষ ১২ হাজার ৯২৪ টাকা ৮৩ পয়সা প্রতি কিলোলিটার।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version