Friday, July 4, 2025

ICORE মামলায় অভিযুক্ত সুমন চট্টোপাধ্যায়ের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

Date:

আইকোর আর্থিক তছরুপ মামলায়(money laundering case) অভিযুক্ত সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়(Suman Chattopadhyay) ও তাঁর পরিবারের ৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করলো এনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডি(ED)। জানা গিয়েছে, প্রাক্তন ওই সাংবাদিকের স্থাবর ও অস্থাবর সব রকম সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই তালিকায় রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট, কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে একাধিক ফ্ল্যাট। একাধিক ধারায় প্রতারণা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য সিবিআই(CBI) এফআইআর দায়ের করার পর আইকোর গ্রুপের বিরুদ্ধে অর্থ পাচারের তদন্ত শুরু করেছে ইডি। আর সেই তদন্তেই এই পদক্ষেপ।


আরও পড়ুন: Weather Forecast:চড়ছে তাপমাত্রার পারদ!প্যাঁচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী

ইডির তদন্তে জানা গেছে, আইকোর গ্রুপ কোম্পানিগুলি বিপুল পরিমাণ চিটফান্ড দুর্নীতি চালায়, যেখানে এই গ্রুপ অবৈধভাবে অবাস্তব রিটার্নের প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক বিনিয়োগকারীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেছিল। সুমন চট্টোপাধ্যায় ব্যক্তিগতভাবে এবং তার কোম্পানি M/s দিশা প্রোডাকশন অ্যান্ড মিডিয়া প্রাইভেট লিমিটেডের মাধ্যমে বিপুল অংকের দুর্নীতি করেছেন। M/s দিশা প্রোডাকশন অ্যান্ড মিডিয়া প্রাইভেট কোম্পানিতে ব্যবসায়িক বিনিয়োগের ছদ্মবেশে ICORE গ্রুপ থেকে ৯.৮৩ কোটি টাকা তোলা হয়। ICORE গ্রুপ ছাড়াও, সুমন চট্টোপাধ্যায় একই পদ্ধতিতে সারদা গ্রুপের মতো অন্যান্য চিট ফান্ড কোম্পানি থেকেও তহবিল পেয়েছেন এবং এর আগে সারদা গ্রুপের মামলায় ED-এর আতস কাঁচের তলায় এসেছেন।

উল্লেখ্য, এর আগে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ICORE কোম্পানির প্রোমোটার ডিরেক্টর ও তাদের পরিবারের সদস্যদের বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। যারা আর্থিক মূল্য ছিল ৩০০ কোটি টাকারও বেশি।

Related articles

গিলের চওড়া ব্যাটে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

শুভমন গিলের (Shubman Gill) অধিনায়কোচিতো ইনিংস। আর তাতেই রানের পাহাড়ে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে (Edgebaston) ইতিহাস লিখেছেন...

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল 

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল। সংস্থার স্পষ্ট বক্তব্য, ওভারহেড তারের বদলে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম করা...

কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয়...

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...
Exit mobile version