Monday, August 25, 2025

ফের সঙ্ঘাত আদালতে , হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ে আবারও স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ

Date:

ফের নজিরবিহীন সঙ্ঘাতে জড়াল কলকাতা হাইকোর্টের দুই বেঞ্চ। এসএসসি মামলায়  শুক্রবার হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ রায় দিয়েছিল এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা এবং প্রোগ্রাম অফিসার আদালতের সামনে যে সাক্ষ্য এবং নথি দিয়েছিলেন তা অবিলম্বে সিবিআই-কে দিয়ে দেবে আদালত।  সেইসঙ্গে  কোর্ট জানিয়েছে প্রয়োজনে শান্তিপ্রসাদ সিনহাকে ফের জেরা করতে পারবে সিবিআই। কিন্তু সিঙ্গল বেঞ্চের এই রায়ের উপরে ফের স্থগিতাদেশ  দেওয়া হল।  সিবিআই জেরা থেকে রেহাই পেলেন এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা। শুক্রবারই  কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ এই রায় খারিজ করে জানিয়ে দিল সিবিআই এখনি তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারবে না।  তাঁর বিরুদ্ধে এফআইআরও করা যাবে না।  আগামী সোমবার ফের শুনানি। সেদিন পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এসএসসি মামলায় এদিন  কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। শুক্রবার এসএসসি মামলায় সিবিআই-কে যুক্ত করল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। পাশাপাশি শুক্রবার হাইকোর্ট নির্দেশ দিয়েছে গ্রুপ ডি পদে যে ৯৮ জনের নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছিল তাদের বেতন বন্ধ করে দেওয়া হবে। আদালত এদিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে এই ৯৮ জন আজকের পর থেকে আর গ্রুপ ডি কর্মী হিসেবে কাজ করতে পারবে না। আদালতের এই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন হচ্ছে কী না তা দেখার দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলার স্কুল পরিদর্শকদের।

ইতিমধ্যেই সিঙ্গল বেঞ্চের রায় ডিভিশন বেঞ্চ খারিজ করে দিচ্ছে এই অভিযোগ এনে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি করেছিলেন বিচারপতি অভিজিত গঙ্গোপধ্যায়। কিন্তু শুক্রবার ফের সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল।  আবারো কলকাতা হাইকোর্টের দুই বেঞ্চের বিচারপতিরা প্রকাশ্যে সঙ্ঘাতে জড়ালেন।

 

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...
Exit mobile version