Tuesday, November 11, 2025

Harnaaz Sandhu: জটিল রোগে আক্রান্ত হয়েছেন মিস ইউনিভার্স হরনাজ সান্ধু

Date:

দিনের পর দিন বাড়ছে ওজন(Weight), শুনতে হচ্ছে কটুক্তি। এবার জবাব দিলেন ব্রম্ভান্ড সুন্দরী হরনাজ সান্ধু (Harnaaz Sandhu)। এক অনুষ্ঠানে গিয়ে নিজেই প্রকাশ্যে বললেন সব সত্যি।

ভারতের মুকুটে নতুন পালক, সুখবর দিয়েছিলেন হরনাজ সান্ধু। ২১ বছর পর মিস ইউনিভার্স (Miss Universe) প্রতিযোগিতায় ভারতের জয়জয়কার। সুস্মিতা সেন(Susmita Sen), লারা দত্তের(Lara Dutta) পর স্বীকৃতি আর সাফল্যের মুকুট ওঠে হরনাজ সান্ধুর(Harnaaz Sandhu) মাথায়। পাঞ্জাবের(Punjab) মেয়েটা এরপর থেকেই শিরোনামে। তাঁকে নিয়ে নানা কথা নানা আলোচনা, কটুক্তিও কম শুনতে হয়নি তাঁকে। এবার জবাব দিলেন সপাটে। ক্রমাগত ওজন বাড়ছে মিস ইউনিভার্স এর। তিনি সিলিয়াক রোগে (Celiac Disease)আক্রান্ত জানালেন নিজেই।

কথায় বলে কারোর সময় এক যায় না চিরকাল। যেদিন খেতাব জেতেন পাঞ্জাবের সুন্দরী, ভারতকে বিশ্বের দরবারে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন, সেদিন প্রশংসার জোয়ারে ভেসেছিলেন হরনাজ। কিন্তু সময় পাল্টে দিয়েছে মানসিকতা। তাই নিজের চেহারা নিয়ে বিদ্রূপের শিকার মিস ইউনিভার্স।

কী এই রোগ? নেটদুনিয়া জুড়ে এখন এই রোগ নিয়েই চর্চা। জানা যায় এটি একটি অটোইমিউন কন্ডিশন, যাতে মানুষের ইমিউন সিস্টেম তারই শরীরের বিরুদ্ধে কাজ করে। গ্লুটেন জাতীয় খাবারে এটি আরও সক্রিয় হয়ে ওঠে। এই অবস্থার জেরে অপুষ্টিজনিত সমস্যা, স্নায়ুর সমস্যা, হাড়ের সমস্যা, ওজন কম বেশি হওয়া এমনকি দীর্ঘ সময়ের জন্য হজমের সমস্যা হতে পারে।

নিজের এই রোগের বিষয়ে কথা বলতে গিয়েই হরনাজ জানান, প্রথমে তাঁকে রোগা হওয়ার জন্য কথা শুনতে হতো। এখন ওজন বেড়ে যাওয়ায় কটাক্ষ শুনতে হয়। নিজের পছন্দের অনেক খাবার খেতেও পারেন না হরনাজ। তবে রোগা কিংবা মোটা হওয়া নিয়ে কোনওদিনই বেশি চিন্তিত ছিলেন না বলেই জানান মিস ইউনিভার্স। নিজের শরীর নিয়ে বরাবরই সন্তুষ্ট তিনি। কে কী বলল বা বললেন, তা নিয়ে বিশেষ মাথা ঘামান না বলেই জানান পাঞ্জাব তনয়া। আসলে আপনি যা ঠিক সেভাবেই সপ্রতিভ হওয়াতেই আপনার সৌন্দর্য বলছেন, মিস ইউনিভার্স হরনাজ সান্ধু ।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version