Saturday, August 23, 2025

চারিদিকে একটাই কথা ‘ যুদ্ধ নয় শান্তি চাই’ । কিন্তু বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের(Russia Ukraine) জেরে প্রতিদিন ক্ষয়ক্ষতির ব্রেকিং নিউজ(Breaking News)। যুদ্ধ কোনও সমস্যার সমাধান হতে পারে না। শুধু চোখের জল আর নিষ্ঠুর মৃত্যু লীলা কখনই চিরস্থায়ী হতে পারে না। তাই বন্ধ হোক যুদ্ধ এই আবেদন নিয়ে অভিনব পদক্ষেপ নেওয়া হল হাওড়ার(Howrah) এক সেলুনে।

বিরতি নয়,বন্ধ হোক যুদ্ধ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ (Russia Ukraine) আবহে এবার স্পেশ্যাল হেয়ার কাটিং (Hair Cutting) করে যুদ্ধ বন্ধের বার্তা দিলেন সেলুনের মালিক রবীন দাস। “প্লিজ স্টপ ওয়ার”(দয়া করে যুদ্ধে ইতি টানুন) যেন এটাই বিশেষত্ব মধ্য হাওড়ায় রবীন দাসের সেলুনে। এলাকায় বেশ জনপ্রিয় তাঁর হেয়ার কাটিং। অনেকেই আসেন চুল কাটতে, নানা হেয়ার স্টাইলে মানুষকে অন্য লুক দেন তিনি। নিজের এই পেশাকে শুধু পেশা হিসেবে দেখেন না রবীন দাস। এ যেন তাঁর কাছে তাঁর শিল্পকর্ম, পরম সাধনা করেন। তাই তিনি এক্সপেরিমেন্ট করতেই ব্যস্ত থাকেন। বিশ্বকাপের সময় নানা প্লেয়ারদের আদলে চুল কাটতে পটু রবীনবাবু। কিন্তু সমসাময়িক বিষয়ও নিজের হেয়ার কাটিংয়ে তুলে ধরেন। এবার তাঁর শিল্পকর্মে ধরা পড়ল রাশিয়া ও ইউক্রেনের এই যুদ্ধ।

প্রায় এক মাসের বেশি সময় ধরে রুশ (Russia) সেনার হামলায় রক্তাক্ত ইউক্রেন। এখনও যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। এই পরিস্থিতিতে আশা জাগাচ্ছে নতুন শান্তি বৈঠক। তবে এখন মানবিকতার খাতিরেই ‘যুদ্ধ নয়, শান্তি চাই’য়ের বার্তা দিচ্ছেন রবীনবাবু। বিনামূল্যেই এই বিশেষ হেয়ার কাট করে দিচ্ছেন তিনি। অনেকেই এই বিশেষ হেয়ার কাট করাতে চাইছেন। দিনে প্রায় তিন-চারজন এই কাটিং করিয়ে নিচ্ছেন বলে জানাচ্ছেন রবীনবাবু ।তিনি এই যুদ্ধ বিরোধী বার্তায় হচ্ছেন সামিল।

এখানেই কি শেষ? এরপর আছে আরও নতুন ভাবনা। রান্নার গ্যাস, পেট্রল, ডিজেলের অত্যাধিক দাম বৃদ্ধির প্রতিবাদে নিজের অভিনবত্ব তুলে ধরবেন তিনি শিল্পকর্মে বলে জানা যায়।

Related articles

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...
Exit mobile version