Tuesday, November 4, 2025

চারিদিকে একটাই কথা ‘ যুদ্ধ নয় শান্তি চাই’ । কিন্তু বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের(Russia Ukraine) জেরে প্রতিদিন ক্ষয়ক্ষতির ব্রেকিং নিউজ(Breaking News)। যুদ্ধ কোনও সমস্যার সমাধান হতে পারে না। শুধু চোখের জল আর নিষ্ঠুর মৃত্যু লীলা কখনই চিরস্থায়ী হতে পারে না। তাই বন্ধ হোক যুদ্ধ এই আবেদন নিয়ে অভিনব পদক্ষেপ নেওয়া হল হাওড়ার(Howrah) এক সেলুনে।

বিরতি নয়,বন্ধ হোক যুদ্ধ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ (Russia Ukraine) আবহে এবার স্পেশ্যাল হেয়ার কাটিং (Hair Cutting) করে যুদ্ধ বন্ধের বার্তা দিলেন সেলুনের মালিক রবীন দাস। “প্লিজ স্টপ ওয়ার”(দয়া করে যুদ্ধে ইতি টানুন) যেন এটাই বিশেষত্ব মধ্য হাওড়ায় রবীন দাসের সেলুনে। এলাকায় বেশ জনপ্রিয় তাঁর হেয়ার কাটিং। অনেকেই আসেন চুল কাটতে, নানা হেয়ার স্টাইলে মানুষকে অন্য লুক দেন তিনি। নিজের এই পেশাকে শুধু পেশা হিসেবে দেখেন না রবীন দাস। এ যেন তাঁর কাছে তাঁর শিল্পকর্ম, পরম সাধনা করেন। তাই তিনি এক্সপেরিমেন্ট করতেই ব্যস্ত থাকেন। বিশ্বকাপের সময় নানা প্লেয়ারদের আদলে চুল কাটতে পটু রবীনবাবু। কিন্তু সমসাময়িক বিষয়ও নিজের হেয়ার কাটিংয়ে তুলে ধরেন। এবার তাঁর শিল্পকর্মে ধরা পড়ল রাশিয়া ও ইউক্রেনের এই যুদ্ধ।

প্রায় এক মাসের বেশি সময় ধরে রুশ (Russia) সেনার হামলায় রক্তাক্ত ইউক্রেন। এখনও যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। এই পরিস্থিতিতে আশা জাগাচ্ছে নতুন শান্তি বৈঠক। তবে এখন মানবিকতার খাতিরেই ‘যুদ্ধ নয়, শান্তি চাই’য়ের বার্তা দিচ্ছেন রবীনবাবু। বিনামূল্যেই এই বিশেষ হেয়ার কাট করে দিচ্ছেন তিনি। অনেকেই এই বিশেষ হেয়ার কাট করাতে চাইছেন। দিনে প্রায় তিন-চারজন এই কাটিং করিয়ে নিচ্ছেন বলে জানাচ্ছেন রবীনবাবু ।তিনি এই যুদ্ধ বিরোধী বার্তায় হচ্ছেন সামিল।

এখানেই কি শেষ? এরপর আছে আরও নতুন ভাবনা। রান্নার গ্যাস, পেট্রল, ডিজেলের অত্যাধিক দাম বৃদ্ধির প্রতিবাদে নিজের অভিনবত্ব তুলে ধরবেন তিনি শিল্পকর্মে বলে জানা যায়।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version