দরজার কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ( World Cup)। ২০২২ সালে কাতারে ( Qatar) বসতে চলেছে ফুটবল বিশ্বযুদ্ধের আসর। আর তার আগে শুক্রবার দোহায় হয়ে গেল আসন্ন কাতার বিশ্বকাপের ড্র। যেখানে একাধিক কঠিন গ্রুপ দেখা যাচ্ছে। তবে ‘গ্রুপ অফ ডেথ’ বা মারণ গ্রুপ হিসেবে দেখা যাচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালের গ্রুপকে। গ্রুপ ‘এইচ’-এ রোনাল্ডোদের সঙ্গী হয়েছে লুইস সুয়ারেজের উরুগুয়ে, ঘানা এবং গত বিশ্বকাপে জার্মানিকে গ্রুপ পর্ব থেকে ছিটকে দেওয়া দক্ষিণ কোরিয়া।

পর্তুগালের বিশ্বকাপে প্রথম ম্যাচ ঘানার বিরুদ্ধে। বিশ্বকাপে লিওনেল মেসিদের গ্রুপেই পড়েছে রবার্ট লেয়নডস্কির পোল্যান্ড। ‘সি’ গ্রুপে আর্জেন্টিনা, পোল্যান্ড ছাড়া বাকি দুই দল মেক্সিকো ও সৌদি আরব। সৌদির বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযোগ শুরু করবেন মেসিরা। ‘জি’ গ্রুপে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের সঙ্গে রয়েছে সুইজারল্যান্ড, সার্বিয়া ও ক্যামেরুন। বিশ্বকাপে নেইমারদের প্রথম ম্যাচ সার্বিয়ার বিরুদ্ধে।
একনজরে কাতার বিশ্বকাপ ২০২২-এর ৮ গ্রুপ

গ্রুপ এ: কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল, ইকুয়েডর

গ্রুপ বি: ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান, ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন

গ্রুপ সি: আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড, সৌদি আরব

গ্রুপ ডি: ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া, পেরু/ অস্ট্রেলিয়া/ সংযুক্ত আরব আমিরশাহি

গ্রুপ ই: স্পেন, জার্মানি, জাপান, কোস্টারিকা/নিউজিল্যান্ড

গ্রুপ এফ: বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো, কানাডা

গ্রুপ জি: ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্যামেরুন

গ্রুপ এইচ: পর্তুগাল, উরুগুয়ে, ঘানা, দক্ষিণ কোরিয়া

আরও পড়ুন:Punjab Kings: কেকেআরের কাছে হারের কারণ হিসাবে দলের ব্যাটারদের কাঠগড়ায় তুললেন ময়ঙ্ক
