Tuesday, November 4, 2025

আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হেনস্থার ঘটনায় এবার মুখ্যসচিবকে তলব রাজ্যপালের

Date:

আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University) উপাচার্য হেনস্থার ঘটনায় এবার মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীকে (Chief Secretary Harikrishna Dwivedi) তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankhar)। আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হেনস্থার ঘটনায় ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত গিয়াসউদ্দিন মণ্ডলকে। মনে করা হচ্ছে আবারও রাজ্যের সঙ্গে সংঘাতে জড়ানোর পথেই রাজ্যপাল।

রবিবার উপাচার্যকে (Chancellor of Aliah University) হেনস্থার ভিডিও পোস্ট করে ট্যুইটারে রাজ্যপাল (Jagdeep Dhankhar) লিখেছেন, ‘ভাইরাল হওয়ায় ভিডিয়োয় যে উদ্বেগজনক পরিস্থিতি ধরা পড়েছে তার প্রেক্ষিতে মুখ্যসচিবকে আগামিকাল দুপুর ১টার মধ্যে সর্বশেষ পরিস্থিতির তথ্য নিয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। এই ধরনের পরিস্থিতিতে যেখানে আইন লঙ্ঘনকারী দুর্বৃত্তরা আইনের ভয় ছাড়াই তাদের পথে চলছে, আইন মান্যকারীদের পক্ষে যা অবশ্যই ভয়ঙ্কর দৃশ্য।’

উপাচার্য হেনস্থার ঘটনায় তৃণমূল কংগ্রেস স্পষ্ট জানিয়েছে, এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। এ বিষয়ে উপাচার্যকে সবরকম সাহায্য করা হবে বলে আশ্বাস দিয়েছে রাজ্যের শাসক দল।

আরও পড়ুন: বিজেপি করায় কাজ পাচ্ছেন না: রুদ্রনীল, অভিযোগ অবাস্তব, অসাড়, বললেন কুণাল

দিন কয়েক আগে উপাচার্য মহম্মদ আলির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। সেই খবর পেয়েই তাঁকে শাসাতে আসে গিয়াসউদ্দিন ও তার সাঙ্গপাঙ্গরা। সূত্রের খবর, গিয়াসউদ্দিন মোল্লা আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University) বহিষ্কৃত ছাত্র। বিশ্ববিদ্যালয় চত্বরে নিজের কীর্তির জন্য কুখ্যাত হয় সে। ২০১৮ -তে আলিয়া বিশ্ববিদ্যালয় চত্বরে তোলাবাজি, জুনিয়ার ছাত্রদেরকে পেটানো-সহ একাধিক অভিযোগ ওঠে। তাকে বহিষ্কার করা। এদিন সে তার দলবল নিয়ে আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ঘরে ঢুকে তাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়।



Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version