Friday, August 22, 2025

লোগো-ট‍্যাগলাইন প্রতিযোগিতা, জিতলে পুরস্কার অভিষেকের সই করা জার্সি

Date:

Share post:

পয়লা বৈশাখের দিনই ময়দানে আত্মপ্রকাশ করতে চলেছে তৃণমূল (TMC) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্লাব ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। নতুন এই ক্লাবকে নিয়ে উন্মাদনা তুঙ্গে ফুটবলপ্রেমী জনগনের। কেমন হবে দলের জার্সি? ক্লাবের লোগোই বা কেমন হবে? কিংবা ক্লাবের ট‍্যাগলাইনই বা কি? এই নিয়ে যখন কৌতূহল ফুটবলপ্রেমী মানুষের মধ‍্যে, তখনই এক চমক আনল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। ক্লাবের পক্ষ থেকে শুরু করা হল লোগো নকশা, ট‍্যাগলাইন প্রতিযোগিতা। ক্লাবের লোগো, ট‍্যাগলাইন ডিজাইন ছেড়ে দেওয়া হল সাধারণ মানুষের হাতে। যেই ব‍্যক্তির লোগো বা ট‍্যাগলাইন বিবেচিত হবে, সেই ব‍্যক্তি পাবেন বিশেষ এক উপহার। এক্ষেত্রে নিজেদের পছন্দমত লোগো এবং ট‍্যাগলাইন পাঠিয়ে দিতে ক্লাবের অফিশিয়াল মেলে অথবা হোয়াটস্যাপ নম্বরে। আর তা পাঠিয়ে দিতে হবে ১০ এপ্রিলের মধ‍্যে।যার  লোগো এবং ট‍্যাগল‍াইন পছন্দ হবে, তাকে দেওয়া হবে এক বিশেষ উপহার। তিনি পাবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর করা ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের অফিশিয়াল জার্সি।

সূত্রের খবর, পয়লা বৈশাখের দিনই ময়দানে আত্মপ্রকাশ করতে চলেছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। সেই দিনই ক্লাবের জার্সির আত্মপ্রকাশ ঘটবে। জানা যাচ্ছে, বাটানগর মাঠকেই নিজেদের হোম গ্রাউন্ড হিসেবে বেঁছে নিয়েছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। আগামী ৬ এপ্রিল থেকে সেখানে শুরু হবে ফুটবলারদের বেঁছে নেওয়ার কাজ। এছাড়াও জানা যাচ্ছে দলগঠনে একাধিক চমক আনতে চলেছে তারা। আইলিগ, আইএসএল খেলা দেশীয় ফুটবলারদের দেখা যেতে পারে বলে সূত্রের খবর।

উল্লেখ, সব কিছু ঠিক থাকলে আগামী পয়লা বৈশাখে কলকাতা ময়দানে আত্মপ্রকাশ করতে চলেছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। জানা যাচ্ছে, আইএফএয়ের কাছে ইতিমধ্যেই প্রথম ডিভিশনের লিগে খেলার জন্য আবেদন করা হয়েছ ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের তরফ থেকে। ক্লাবের সচিব পদে রয়েছেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য। সভাপতি পদে রয়েছেন গৌরাঙ্গ বন্দ্যোপাধ্যায়। দলের কোচ করা হয়েছে কৃষ্ণেন্দু রায়কে। সূত্রের খবর, এই ক্লাবকে ‘ডায়মন্ডহারবার ফুটবল ক্লাব’ নামেই প্রথম লিগে খেলতে দেখা যাবে। আইএফএ সূত্রের খবর, রাজ‍্য ফুটবল নিয়ামক সংস্থার পদাধিকারীদের সঙ্গে ইতিমধ্যেই এই নিয়ে কথা বলেছেন অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়। জানা যাচ্ছে নিয়ম মেনেই লিগ খেলতে চেয়ে আবেদন পত্রও জমাও দেওয়া হয়েছে।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

spot_img

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...