Friday, December 26, 2025

লোগো-ট‍্যাগলাইন প্রতিযোগিতা, জিতলে পুরস্কার অভিষেকের সই করা জার্সি

Date:

Share post:

পয়লা বৈশাখের দিনই ময়দানে আত্মপ্রকাশ করতে চলেছে তৃণমূল (TMC) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্লাব ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। নতুন এই ক্লাবকে নিয়ে উন্মাদনা তুঙ্গে ফুটবলপ্রেমী জনগনের। কেমন হবে দলের জার্সি? ক্লাবের লোগোই বা কেমন হবে? কিংবা ক্লাবের ট‍্যাগলাইনই বা কি? এই নিয়ে যখন কৌতূহল ফুটবলপ্রেমী মানুষের মধ‍্যে, তখনই এক চমক আনল ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। ক্লাবের পক্ষ থেকে শুরু করা হল লোগো নকশা, ট‍্যাগলাইন প্রতিযোগিতা। ক্লাবের লোগো, ট‍্যাগলাইন ডিজাইন ছেড়ে দেওয়া হল সাধারণ মানুষের হাতে। যেই ব‍্যক্তির লোগো বা ট‍্যাগলাইন বিবেচিত হবে, সেই ব‍্যক্তি পাবেন বিশেষ এক উপহার। এক্ষেত্রে নিজেদের পছন্দমত লোগো এবং ট‍্যাগলাইন পাঠিয়ে দিতে ক্লাবের অফিশিয়াল মেলে অথবা হোয়াটস্যাপ নম্বরে। আর তা পাঠিয়ে দিতে হবে ১০ এপ্রিলের মধ‍্যে।যার  লোগো এবং ট‍্যাগল‍াইন পছন্দ হবে, তাকে দেওয়া হবে এক বিশেষ উপহার। তিনি পাবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর করা ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের অফিশিয়াল জার্সি।

সূত্রের খবর, পয়লা বৈশাখের দিনই ময়দানে আত্মপ্রকাশ করতে চলেছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। সেই দিনই ক্লাবের জার্সির আত্মপ্রকাশ ঘটবে। জানা যাচ্ছে, বাটানগর মাঠকেই নিজেদের হোম গ্রাউন্ড হিসেবে বেঁছে নিয়েছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। আগামী ৬ এপ্রিল থেকে সেখানে শুরু হবে ফুটবলারদের বেঁছে নেওয়ার কাজ। এছাড়াও জানা যাচ্ছে দলগঠনে একাধিক চমক আনতে চলেছে তারা। আইলিগ, আইএসএল খেলা দেশীয় ফুটবলারদের দেখা যেতে পারে বলে সূত্রের খবর।

উল্লেখ, সব কিছু ঠিক থাকলে আগামী পয়লা বৈশাখে কলকাতা ময়দানে আত্মপ্রকাশ করতে চলেছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। জানা যাচ্ছে, আইএফএয়ের কাছে ইতিমধ্যেই প্রথম ডিভিশনের লিগে খেলার জন্য আবেদন করা হয়েছ ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের তরফ থেকে। ক্লাবের সচিব পদে রয়েছেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য। সভাপতি পদে রয়েছেন গৌরাঙ্গ বন্দ্যোপাধ্যায়। দলের কোচ করা হয়েছে কৃষ্ণেন্দু রায়কে। সূত্রের খবর, এই ক্লাবকে ‘ডায়মন্ডহারবার ফুটবল ক্লাব’ নামেই প্রথম লিগে খেলতে দেখা যাবে। আইএফএ সূত্রের খবর, রাজ‍্য ফুটবল নিয়ামক সংস্থার পদাধিকারীদের সঙ্গে ইতিমধ্যেই এই নিয়ে কথা বলেছেন অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়। জানা যাচ্ছে নিয়ম মেনেই লিগ খেলতে চেয়ে আবেদন পত্রও জমাও দেওয়া হয়েছে।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

spot_img

Related articles

চাপে সুপ্রিম কোর্টে বিডিও প্রশান্ত! দেরিতে হলেও গ্রেফতারি পরোয়ানার আবেদন পুলিশের

কলকাতা হাইকোর্ট স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা খুনের অভিযোগে রাজগঞ্জ বিডিও প্রশান্ত বর্মনকেই মূল অভিযুক্ত হিসাবে বিচার প্রক্রিয়া চালানোর...

SIR আতঙ্ক তৈরি করছে নির্বাচন কমিশন! শোল-এর ডায়লগ তুলে তুলোধনা তৃণমূলের

এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশন (Election Commission) এবং জ্ঞানেশ কুমারকে ধুয়ে দিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং তৃণমূলের...

কুমার শানুর মানহানি মামলায় গায়ককে পাল্টা জবাব প্রাক্তন স্ত্রীর 

কয়েকদিন ধরেই ব্যক্তিগত জীবনের কারণে খবরে শিরোনামে রয়েছেন দেশের অন্যতম বিখ্যাত গায়ক কুমার শানু (Kumar Sanu)। তাঁর প্রাক্তন...

জোড়া ধাক্কা ভারতীয় ফুটবলে, ‘সিটিহীন’ মুম্বই, গোয়া ছাড়লেন তারকা ফুটবলার

আইএসএল(ISL) নিয়ে জটিলতা অব্যাহত। নতুন বছরে কবে লিগ শুরু হবে তা নিয়ে জটিলতা কাটেনি, তারই মধ্যে ধাক্কা মুম্বই...