Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

১) দীর্ঘদিন পর বড় খেতাব জয় ইস্টবেঙ্গলের। শনিবার কলকাতা হকি লিগ ২০২২ চ্যাম্পিয়ন হল লাল-হলুদ ব্রিগেড। আর এর জেরে দীর্ঘদিন পর বড় কোনও খেতাব ঢুকল শতাব্দী প্রাচীন ক্লাবে।

২) প্রকাশ‍্যে কাতার বিশ্বকাপের ম‍্যাসকট, নাম ‘লা’ইব। আসন্ন বিশ্বকাপের ম্যাসকটের নাম দেওয়া হয়েছে ‘লা’ইব’। আরবী ভাষায় ‘লা’ইব’ কথার অর্থ হল বিশেষ দক্ষতাসম্পন্ন একজন খেলোয়াড়।

৩) উমেশ যাদবের বোলিং-এ মুগ্ধ কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়র। বললেন,জানি কীভাবে ওর থেকে কাজ আদায় করে নিতে হয় এবং সত্যি বলতে ও দারুণ একজন সতীর্থ।”

৪) শনিবার দিল্লি ক্যাপিটালসকে ১৪ রানে হারিয়ে দিল গুজরাত টাইটান্স। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ১৭১/৬ তোলে গুজরাত। জবাবে দিল্লি থেমে গেল ১৫৭ রানে।

৫) টেস্ট সিরিজে হারের বদলা এক দিনের সিরিজে নিল পাকিস্তান। অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে এক দিনের সিরিজে হারিয়ে দিলেন বাবর আজমরা। শনিবার তৃতীয় একদিনের ম্যাচে পাকিস্তান জিতল ৯ উইকেটে। ফের দুরন্ত শতরান বাবরের।

আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

Previous articleBreakfast News: ব্রেকফাস্ট নিউজ
Next articlePetrol Diesel Price Hike:জ্বালানির দামে ছ্যাঁকা, কলকাতায় সেঞ্চুরির পথে ডিজেল