Monday, December 22, 2025

Student Credit Card: ৭ মাসে ৬০০ কোটির ঋণ মঞ্জুর, লক্ষ্য ১০০০ কোটির মাইলফলক

Date:

Share post:

রাজ্য সরকারের(State Govt) স্টুডেন্ট ক্রেডিট কার্ড(student credit card প্রকল্পে মাত্র ৭ মাসে ৬০০ কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে ইতিমধ্যেই। সরকারের লক্ষ্য দ্রুত এই ঋণ ১ হাজার কোটি টাকার মাইলফলক পার করার। আর সেই লক্ষ্যে পড়ুয়াদের বকেয়া ঋণের আবেদন দ্রুত মঞ্জুর করতে বিভিন্ন ব্যাংক কতৃপক্ষকে আবেদন জানালেন মুখ্যসচিব। মঙ্গলবার নবান্নে(Nabanna) স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটির বৈঠকে এই অনুরোধ জানান তিনি।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকার চলতি মাসের মধ্যেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের ঋণ দেওয়ার ক্ষেত্রে মোট এক হাজার কোটি টাকার মাইলস্টোনে পৌঁছনোর পরিকল্পনা নিয়েছে। একারণে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের সঙ্গে যুক্ত হবার জন্য বিভিন্ন ব্যাংকের কাছেও আবেদনও জানান তিনি।

আরও পড়ুন:পুরীর মন্দিরে দুষ্কৃতী হামলায় ক্ষতিগ্রস্ত জগন্নাথের রান্নাঘরের ৪০টি ‘চুল্লা’

এদিনের বৈঠকে মুখ্যসচিব স্কুল শিক্ষা দফতরকে নির্দেশ দেন যাদের তথ্য পুরোপুরি ভাবে সম্পন্ন রয়েছে ব্যাঙ্কগুলোর কাছে তাদের আবেদনপত্র ৩১ মে-র মধ্যে ছেড়ে দিতে হবে। ব্যাঙ্কগুলোর কাছে যে লোনগুলি এখনও অনুমোদনের অপেক্ষায় রয়েছে সেগুলি ৩০ এপ্রিলের মধ্যেই নিশ্চিত করতে হবে। সূত্রের খবর, ব্যাঙ্কগুলোর কাছে ৫৫ হাজার আবেদনপত্র পড়ে রয়েছে লোন অনুমোদনের জন্য। সেক্ষেত্রে আরও ৪০০ কোটি টাকা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোন অনুমোদন হতে পারে ৩০ এপ্রিলের মধ্যেই। সেক্ষেত্রে সব ঠিকঠাক থাকলে মোট ১০০০ কোটি টাকার লোন অনুমোদন পেয়ে যেতে পারে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে রাজ্যের ছাত্রছাত্রীরা। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন পাওয়ার জন্য আবেদনকারীর সংখ্যা ১ লক্ষ ৮০ হাজার ছাড়িয়েছে।

এদিনের বৈঠকে ঠিক হয়েছে আগামী ৭ এপ্রিল রাজ্য জুড়ে মোবিলাইজেশন ক্যাম্প করা হবে। মূলত এই ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন ছাত্রছাত্রীরা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সব তথ্য জমা দিতে পারে।

spot_img

Related articles

নির্বাচনী বন্ড বন্ধের পরও অনুদান বিতর্ক, সরকারি তথ্যে বিজেপির দখলে ৮২ শতাংশ 

সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচনী বন্ড ব্যবস্থা বন্ধ হওয়ার পরও রাজনৈতিক অনুদান ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল। সরকারি...

বিহার থেকে বিজেপি নেতাকে পাঠানো বাইক ঘিরে উত্তেজনা! প্রতিবাদে সরব তৃণমূল

বিধানসভা নির্বাচনের আগে বর্ধমান শহরে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে বিহার থেকে ট্রেনে করে পাঠানো ৫৫টি মোটরসাইকেল। শনিবার বর্ধমান স্টেশনে...

পোষ্য নিয়ে বিবাদ: ধাক্কাধাক্কিতে মৃত্যু প্রৌঢ়ের, গ্রেফতার ভাড়াটিয়া প্রৌঢ়

পোষ্য নিয়ে বিবাদ লেগেই থাকত। বাড়ির মালিকের পোষ্যের আদর বেশি না ভাড়াটিয়ার (tenant) পোষ্যের। সেই বিবাদে এবার প্রাণ...

দমদম উত্তরে সেবাশ্রয়ের উদ্বোধনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য 

সেবাশ্রয়ের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রবিবার থেকে শুরু হল দমদম উত্তর বিধানসভার মানুষের জন্য সেবাশ্রয়। উত্তর...