Tuesday, November 4, 2025

আইএসএলের (ISL) ফ্র‌্যাঞ্চাইজি দলগুলিকে খেলতেই হবে ডুরান্ড কাপে (Durand Cup)। ২৭ টি ম‌্যাচ খেলানোর পরিকল্পনা সম্পূর্ণ করে ফেলেছে এফএসডিএল (FSDL)। একবারে অন্যভাবে করা হয়েছে এই পরিকল্পনা। এবার থেকে ইন্ডিয়ান সুপার লিগ এবং সুপার কাপের মতো আইএসএলে প্রতিটি ফ্র‌্যাঞ্চাইজি দলকে ডুরান্ড কাপ খেলতেই হবে। না খেললে সেই দল শাস্তির আওতায় পড়বে।

আরও পড়ুন: কোরিয়া ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে সিন্ধু ও শ্রীকান্ত

ফুটবল ফেডারেশন এবং এফএসডিএল (FSDL) ভারতীয় ফুটবলের ভবিষ‌্যৎ ক‌্যালেন্ডার অনুযায়ী, অগাস্ট মাসে শুরু হবে ডুরান্ড কাপ (Durand Cup), সেপ্টেম্বরে সুপার কাপের কোয়ালিফাইং রাউন্ড, অক্টোবর মাস থেকে মার্চ পর্যন্ত চলবে আইএসএল। এবং এপ্রিলে সুপার কাপের মূলপর্ব। অর্থাৎ ডুরান্ড কাপের পাশাপাশি সুপার কাপেও আইএসএলের (ISL) সমস্ত দলগুলিকে খেলতে হবে। সেপ্টেম্বর মাসে কোয়ালিফাইং রাউন্ড খেলিয়ে মূলপর্বে যাওয়া দলগুলিকে আলাদা করে রাখা হবে। মার্চ মাসে আইএসএল শেষ হওয়ার পরই মূলপর্ব শুরু হবে সুপার কাপের। তবে সুপার কাপের কোয়ালিফাইং রাউন্ড এবং মূলপর্ব কোন ফরম‌্যাটে হবে, তা এখনও ঠিক হয়নি। সবকিছু ঠিক হয়ে যাওয়ার পর সুপার কাপের ফরম‌্যাটও চূড়ান্ত হবে বলেই জানা যাচ্ছে। কয়েকদিনের মধ্যেই আইএসএলের সব কয়টি ফ্র‌্যাঞ্চাইজিকে ডুরান্ড কাপ খেলতেই হবে, এই মর্মে এফএসডিএল চিঠি পাঠিয়ে দেবে বলেও জানিয়েছে।




Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version