Petrol Diesel Price Hike: ১৬ দিনে ১৪ বার! জ্বালানির মূল্যবৃদ্ধিতে পকেটে টান মধ্যবিত্তর

১৬ দিনে এই নিয়ে ১৪ বার দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের। জ্বালানির জ্বালায় নাভিশ্বাস মধ্যবিত্তর। বুধবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ৮৪ পয়সা বেড়ে হচ্ছে ১১৫ টাকা ১২ পয়সা। এবং কলকাতায় লিটার প্রতি ডিজেলের দাম ৮১ পয়সা বেড়ে ৯৯.৮৩ টাকা হয়েছে।

আরও পড়ুন:Breakfast News:ব্রেকফাস্ট নিউজ


জ্বালানির লাগাতার দাম বৃদ্ধির প্রতিবাদে, সোমবার ঢাকুরিয়ায় ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের অঞ্চলিক দফতরের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের কর্মী-সমর্থকরা। ফাঁকা সিলিন্ডারে ফুলের মালা দিয়ে বিক্ষোভ দেখান তাঁরা।

লাগাতার দাম বেড়ে চলেছে, কেন্দ্রীয় সরকারের কোনও ভ্রূক্ষেপ নেই। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির অজুহাত দিয়ে হাত গুটিয়ে নিয়েছেন নির্মলা সীতারামন। জ্বালানি যন্ত্রণার কমার কোনও সম্ভাবনা নেই। এই ১৬ দিনে পেট্রোল ডিজেলের দাম রেকর্ড হারে বেড়েছে । রেকর্ড হারে মূল্যবৃদ্ধি পরও কেন্দ্রীয় সরকার নির্বিকার থেকেছে।