কোরিয়া ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে সিন্ধু ও শ্রীকান্ত

কোরিয়া ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের (Korea Open Badminton Championships 2022) দ্বিতীয় রাউন্ডে পিভি সিন্ধু (PV Sindhu) ও কিদাম্বি শ্রীকান্ত (Kidambi Srikanth)। বুধবার দু’জনেই নিজের নিজের প্রথম রাউন্ডের ম্যাচ সরাসরি গেমে জিতেছেন। সদ্য সুইস ওপেন খেতাবজয়ী সিন্ধু কোর্টে নেমেছিলেন আমেরিকার লরেন লামের বিরুদ্ধে। দু’বারের অলিম্পিক পদকজয়ী ভারতীয় শাটলার মার্কিন প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে সহজেই ২১-১৫, ২১-১৪ ব্যবধানে ম্যাচ জিতে নেন। টুর্নামেন্টের তৃতীয় বাছাই পরের রাউন্ডে সিন্ধুকে খেলতে হবে জাপানের আয়া ওহোরির বিরুদ্ধে।

আরও পড়ুন: বিশেষ প্রস্তুতিতেই সাফল্য কার্তিকের!

অন্যদিকে, পুরুষদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে শ্রীকান্ত মুখোমুখি হয়েছিলেন মালয়েশিয়ার ড্যারেন লিউয়ের। বিশ্বের ৩৫ নম্বর লিউকে ২২-২০, ২১-১১ ব্যবধানে হারিয়ে দেন শ্রীকান্ত। প্রথম গেমে শ্রীকান্তকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছিলেন মালয়েশীয় শাটলার। তবে দ্বিতীয় গেমে ভারতীয় প্রতিদ্বন্দ্বীর সামনে দাঁড়াতেই পারেননি লিউ। পরের রাউন্ডে শ্রীকান্তের (Kidambi Srikanth) প্রতিপক্ষ ইজরাইলের ব্যাডমিন্টন খেলোয়াড় মিশা জিলবারম্যান।

এদিকে, বৃহস্পতিবার টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে নামছেন দুই ভারতীয় শাটলার লক্ষ্য সেন ও মালবিকা বানসুদ।



Previous articleচলতি অর্থবর্ষে মদ বেচে রেকর্ড আয় রাজ্যের
Next articleডুরান্ড কাপে ISL-এর সব দলকে খেলতেই হবে ! কী জানাচ্ছে FSDL