Wednesday, November 12, 2025

পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করুক সরকার: সংসদে সরব সৌগত

Date:

দেশে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। জ্বালানি তেলের দাম বাড়ার ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও বৃদ্ধি পেয়েছে ব্যাপকভাবে। সব মিলিয়ে নাজেহাল অবস্থা দেশবাসীর। এই ইস্যুতেই বুধবার সংসদে সরব হয়ে উঠলেন তৃণমূলের(TMC) বরিষ্ঠ সাংসদ সৌগত রায়(Sougata Roy)। দাবি জানালেন, অবিলম্বে পেট্রোল-ডিজেলের(Petrol Disel Price) মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করুক সরকার।

বুধবার সংসদের জিরো আওয়ারে মূল্যবৃদ্ধি ইস্যুতে সরব হয়ে সৌগত রায় বলেন, যেভাবে প্রতিদিন পেট্রোল-ডিজেলের দাম বেড়ে চলেছে তাতে অবিলম্বে এই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করা উচিৎ কেন্দ্রের। জ্বালানি তেলের দাম বাড়ার ফলে হু হু করে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। পরিস্থিতি যা তাতে না খেয়ে মরার মত অবস্থা দেশবাসীর। সরকার এই বিষয়ে যাতে দ্রুত পদক্ষেপ নেয় তার জন্য আবেদন জানান তৃণমূল সাংসদ। পাশাপাশি এদিন নিজের বক্তব্যে সৌগত রায় আরও দাবি জানান, সরকার পক্ষ মূল্যবৃদ্ধি ইস্যুতে সংসদে আলোচনা করুক। যদিও এই ইস্যুতে সংসদে কোনও রকম আলোচনায় রাজি হয়নি মোদি সরকার।

আরও পড়ুন:বই খুলে পরীক্ষায় অনুমতি! নজিরবিহীন সিদ্ধান্ত নিতে পারে যাদবপুর বিশ্ববিদ্যালয়

উল্লেখ্য, ৫ রাজ্যে ভোট পর্ব মেটার পর লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে জ্বালানী তেলের। বুধবার কলকাতায় লিটার প্রতি ৮৩ পয়সা করে বেড়ে ডিজেলের দাম হয়েছে ৯৯.৭৭ টাকা। আর পেট্রোলের দামও বেড়েছে প্রায় ১ টাকার কাছাকাছি। পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটারপ্রতি ১১৫.০৬ টাকা। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়ছে জিনিসপত্রের দামের ওপর। সাধারণ মানুষ থেকে শুরু করে সকলের নাজেহাল অবস্থা। সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে ব্যাপকভাবে। তবে এবিষয়ে একটি শব্দও খরচ করতে রাজি নয় সরকার।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version