Wednesday, August 27, 2025

পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করুক সরকার: সংসদে সরব সৌগত

Date:

দেশে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম। জ্বালানি তেলের দাম বাড়ার ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও বৃদ্ধি পেয়েছে ব্যাপকভাবে। সব মিলিয়ে নাজেহাল অবস্থা দেশবাসীর। এই ইস্যুতেই বুধবার সংসদে সরব হয়ে উঠলেন তৃণমূলের(TMC) বরিষ্ঠ সাংসদ সৌগত রায়(Sougata Roy)। দাবি জানালেন, অবিলম্বে পেট্রোল-ডিজেলের(Petrol Disel Price) মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করুক সরকার।

বুধবার সংসদের জিরো আওয়ারে মূল্যবৃদ্ধি ইস্যুতে সরব হয়ে সৌগত রায় বলেন, যেভাবে প্রতিদিন পেট্রোল-ডিজেলের দাম বেড়ে চলেছে তাতে অবিলম্বে এই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করা উচিৎ কেন্দ্রের। জ্বালানি তেলের দাম বাড়ার ফলে হু হু করে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। পরিস্থিতি যা তাতে না খেয়ে মরার মত অবস্থা দেশবাসীর। সরকার এই বিষয়ে যাতে দ্রুত পদক্ষেপ নেয় তার জন্য আবেদন জানান তৃণমূল সাংসদ। পাশাপাশি এদিন নিজের বক্তব্যে সৌগত রায় আরও দাবি জানান, সরকার পক্ষ মূল্যবৃদ্ধি ইস্যুতে সংসদে আলোচনা করুক। যদিও এই ইস্যুতে সংসদে কোনও রকম আলোচনায় রাজি হয়নি মোদি সরকার।

আরও পড়ুন:বই খুলে পরীক্ষায় অনুমতি! নজিরবিহীন সিদ্ধান্ত নিতে পারে যাদবপুর বিশ্ববিদ্যালয়

উল্লেখ্য, ৫ রাজ্যে ভোট পর্ব মেটার পর লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে জ্বালানী তেলের। বুধবার কলকাতায় লিটার প্রতি ৮৩ পয়সা করে বেড়ে ডিজেলের দাম হয়েছে ৯৯.৭৭ টাকা। আর পেট্রোলের দামও বেড়েছে প্রায় ১ টাকার কাছাকাছি। পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটারপ্রতি ১১৫.০৬ টাকা। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়ছে জিনিসপত্রের দামের ওপর। সাধারণ মানুষ থেকে শুরু করে সকলের নাজেহাল অবস্থা। সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে ব্যাপকভাবে। তবে এবিষয়ে একটি শব্দও খরচ করতে রাজি নয় সরকার।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version