Thursday, November 13, 2025

SSKM হাসপাতালে গিয়ে অনুব্রতর শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন CBI আধিকারিকরা

Date:

অনুব্রত মণ্ডল ইস্যুতে CBI যোগাযোগ করলে তদন্তে সবরকম সহযোগিতা করা হবে বলে আশ্বাস দয়েছিল SSKM কর্তৃপক্ষ। এরপরই আজ, বৃহস্পতিবার SSKM হাসপাতালে গিয়ে অনুব্রতর শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন CBI আধিকারিকরা। কেমন আছেন অনুব্রত মণ্ডল? তাঁর চিকিৎসার সঙ্গে যুক্ত ডাক্তাদের থেকে খোঁজ নেন CBI আধিকারিকরা। সূত্রের খবর, প্রায় ১০ মিনিট হাসপাতালে ছিলেন তাঁরা। অনুব্রতর শারীরিক অবস্থা সংক্রান্ত বিস্তারিত তথ্য নেন তাঁরা। যদিও এই সময়ের মধ্যে CBI-এর পক্ষ থেকে অনুব্রতর সঙ্গে সরাসরি দেখা করা হয়নি বলেই জানা গিয়েছে।

প্রসঙ্গত, গরু পাচার কাণ্ডে তদন্তের জন্য CBI-এর ডাকে তদন্তকারীদের মুখোমুখি হওয়ার জন্য গতকাল, বুধবার নিজাম প্যালেসে আসার পথে হঠাৎ অসুস্থ হয়ে SSKM হাসপাতালে ভর্তি হয়ে যান অনুব্রত মণ্ডল। ওইদিন সকালেই অনুব্রতর শারীরিক পরীক্ষার পর চিকিৎসকদের পরামর্শ তাঁকে উডবার্ন ওয়ার্ডের ১২১ নম্বর কেবিনে ভর্তি করা হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন অনুব্রত। তাঁর শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য গঠিত হয়েছে মেডিকেল বোর্ডও। আপাতত হাসপাতালেই থাকছেন। তাঁকে ছুটি দেওয়া হচ্ছে না।

আজ, বৃহস্পতিবার সকালেও অনুব্রত মণ্ডলের একাধিক শারীরিক পরীক্ষা করা হয়েছে। রক্তের নমুনা সংগ্রহ করে বেশকিছু টেস্টের জন্য পাঠানো হয়েছে। জানা গিয়েছে, বর্তমানে অক্সিজেনের মাত্রা ঠিক আছে অনুব্রতর। হৃদযন্ত্রেও কোনও সমস্যা নেই।

উল্লেখ্য, বুধবারই নিজাম প্যালেসে CBI দফতরে গিয়ে চিঠি দিয়ে মক্কেল অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থার কথা জানিয়ে আসেন দুই আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা ও সঞ্জীব কুমার দাঁ। তাঁদের দাবি, CBI হাজিরা দিতেই কলকাতায় এসেছিলেন অনুব্রত। ভোররাত থেকেই শ্বাসকষ্ট অনুভূত হয়। একাধিক শারীরিক সমস্যা দেখা দেয়। তাই হাসপাতালে যেতে বাধ্য হয়েছেন অনুব্রত মণ্ডল। এই মর্মে মেডিক্যাল রিপোর্ট নিয়ে CBI আধিকারিকদের দিয়েছিলেন অনুব্রতর আইনজীবীরা।

 

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version