এবার নবম-দশম শিক্ষক নিয়োগ মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। অতি দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করে শুক্রবারের মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এদিন নতুন এফআইআর দায়ের করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে। বৃহস্পতিবার এফআইআর দায়ের করে শুক্রবার অর্থাৎ আগামিকালের মধ্যে প্রাথমিক রিপোর্ট পেশের নির্দেশ। শুধু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তের দায়িত্ব দেওয়াই নয়, এদিন আদালত খুব স্পষ্ট করে জানিয়েছে যে কাউকে রেয়াত করা হবে না। সামাজিক এবং রাজনৈতিক পরিচিতি নির্বিশেষে যেকোনো ব্যক্তিকে প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই । বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে গঠিত হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সিবিআইকে জিজ্ঞাসাবাদের ব্যাপারে স্বাধীনতা দিল।
