Monday, August 25, 2025

৫ মে থেকে ৫ জুন পর্যন্ত ফের দুয়ারে সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

আগামী ৫ মে থেকে রাজ্যে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার(Duare Sarkar)। চলবে ৫ জুন পর্যন্ত। বৃহস্পতিবার মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে নবান্নে বৈঠকে বসেই এই ঘোষণা করে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী জানিয়ে দেন বিধানসভা ভোটের(Assembly Election) আগে আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম তাঁর সবটা পালন করেছি।

এদিনের বৈঠকে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ নেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, “আমরা বিধানসভা ভোটের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা সম্পূর্ণ করেছি। লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু প্রকল্পে ভাতা বৃদ্ধি, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, দুয়ারে রেশন অথবা দুয়ারে সরকারের মতো প্রকল্পের প্রতিশ্রুতিগুলি বাস্তবায়িত হয়েছে। দুয়ারে সরকারের মাধ্যমে এখন মানুষের আবেদন জমা পড়ছে। তাই আবার এই প্রকল্প চলবে ৫ মে থেকে ৫ জুন পর্যন্ত। ৫ মে তৃতীয় তৃণমূল সরকারের বর্ষপূর্তি তাই ওইদিন থেকে শুরু হবে দুয়ারে সরকার।”

আরও পড়ুন:বাজারে অভিযান চালাক ED-CBI: মূল্যবৃদ্ধি প্রসঙ্গে কেন্দ্রকে তোপ মমতার

উল্লেখ্য, রাজ্য সরকারের তরফে দুয়ারে সরকার বিষয়ে যে তথ্য ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দপাধ্যায়ের সরকারের অন্যান্য প্রকল্পের পাশাপাশি দুয়ারে সরকারও বিপুল সাড়া ফেলে দেওয়া একটি প্রকল্প। এখন পর্যন্ত রাজ্যজুড়ে ১.৩৭ লক্ষ ক্যাম্প হয়েছে দুয়ারে সরকারের। ৬ কোটি ৪৪ লক্ষ মানুষ এখনও দুয়ারে সরকারের ক্যাম্পে এসেছেন। তার মধ্যে ৪ কোটি ৫০ লক্ষ মানুষ পরিষেবা পেয়েছেন।

Related articles

সন্তানের শিক্ষা বিদেশে, দেশের স্কুলপড়ুয়াদের ‘ভুল’ দেশি শিক্ষা দিচ্ছেন অনুরাগ!

প্রথম মহাকাশযাত্রী কে? ছোট ছোট স্কুল পড়ুয়ারা উত্তর দিয়েছিল নীল আর্মস্ট্রং (Neil Armstrong)। কিন্তু তাদের আরও ‘ঠিক’ শেখালেন...

BIG EXCLUSIVE: ‘ধূমকেতু’ সিনেমায় নায়িকাবদল, কার বদলে এলেন শুভশ্রী?

কাশীরাম দাস দেব-শুভশ্রী (Dev-Shubhashree) জুটি নিয়ে এই বিপুল প্রমোশন। 'ধূমকেতু' ছবির তুরুপের তাস এই দে-শু জুটির প্রত্যাবর্তন। অথচ, বিস্ফোরক...

দক্ষিণে বিজেপি বিরোধী রঙ বদলে দেবেন থালাপতি

মোদি ফ্যাসিবাদী। আমাদের রাজনৈতিক শত্রু হল বিজেপি। তামিলরা এই দলটার পাশে থাকবে না। বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।২১ অগাস্ট। মাদুরাইতে অভিনেতা...

মহারাষ্ট্র পুলিশের বেপরোয়া অত্যাচার! প্রাণ গেল আরও এক বাংলার শ্রমিকের

মাত্র চার দিনে মহারাষ্ট্র পুলিশের এত অত্যাচার যে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বাংলার পরিযায়ী শ্রমিক গোলাম মন্ডলকে। কিছুটা...
Exit mobile version