Monday, May 5, 2025

ফি নিয়ে বিরোধ, আদালতের নির্দেশের পরেও বন্ধ জি ডি বিড়লা ও অশোক হল স্কুল

Date:

মাত্র একদিন আগে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে ফি নিয়ে কোনও গোলমাল বা মতবিরোধ হলেও তার জন্য যেন পড়ুয়াদের শিক্ষার অধিকার কেড়ে নেওয়া না হয় । রাজ্যের প্রতিটি বেসরকারি স্কুলের প্রতিই এই নির্দেশ দিয়েছিল আদালত । অথচ আদালতের নির্দেশকে কার্যত উপেক্ষা করে বৃহস্পতিবার সকালে আচমকাই বন্ধ করে দেওয়া হল দক্ষিণ কলকাতার জি ডি বিড়লা এবং অশোক হল হায়ার সেকেন্ডারি গার্লস স্কুল। এদিন সকালে অভিভাবকরা পড়ুয়াদের স্কুলে নিয়ে গিয়ে দেখেন গেট বন্ধ । গেটের বাইরে একটি নোটিশ ঝুলছে। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে ও পড়ুয়াদের সুরক্ষা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। আপাতত অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ রাখা হবে । করোনা অতিমারির জেরে প্রায় দু’বছর বন্ধ ছিল স্কুল এবং পড়ুয়াদের পড়াশোনাও। ফের যখন নতুন করে সব স্বাভাবিক হতে শুরু করেছে ঠিক সেইসময় জিডি বিড়লা ও অশোক হল স্কুল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে মাথায় হাত শিক্ষার্থী-অভিভাবক সকলেরই। নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। প্রত্যেকেই নতুন ক্লাসে উঠেছে। এই অবস্থায় আবার যদি স্কুল বন্ধ হয়ে যায় তাহলে খুব স্বাভাবিকভাবেই আতান্তরে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের।

কী নিয়ে গোলমালের সূত্রপাত?

জানা গিয়েছে ফি বকেয়া থাকায় গত সোমবার অন্তত ১০০ জন পড়ুয়াকে জিডি বিড়লা স্কুলে ঢুকতে দেওয়া হয়নি। তারই প্রতিবাদে গত কয়েকদিন ধরে অভিভাবকদের একাংশ স্কুলের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন। সেই কারণ দেখিয়ে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। কিন্তু স্কুলের অন্য অভিভাবকদের বক্তব্য যারা ফি দিয়েছে তারা কেন এর জন্য ভোগান্তির শিকার হবে ? যারা ফি দেয়নি তাদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষ আলাদা করে বসে কথা বলুক। বিষয়টি মিটিয়ে নেওয়া হোক । কিন্তু সকলের জন্য স্কুলের দরজা বন্ধ করে দেওয়া কোন সমস্যার সমাধান হতে পারে না।

 

Related articles

ম্যাগমা-র রুফটপ রেস্তোরাঁ ভাঙায় পরবর্তী শুনানি পর্যন্ত স্থগিতাদেশ হাই কোর্টের

শহরের যাবতীয় রুফটপ রেস্তোরাঁ (Rooftop Restaurant) বন্ধের নির্দেশের পরেই পার্কস্ট্রিটের ম্যাগমা-র (Magma) ভাঙার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা পুরসভা। শনিবার,...

সন্ত্রাসীদের আশ্রয়দাতা! পালাতে গিয়ে নালায় ঝাঁপ দিয়ে মৃত্যু জঙ্গি মদতদাতার

জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় সন্ত্রাসীদের খাবার ও আশ্রয় দেওয়া এক ব্যক্তি নিরাপত্তা বাহিনীর হাত থেকে নিজেকে বাঁচাতে...

Petrol Diesel price: একনজরে আজকের পেট্রোল-ডিজেলের দাম

à§« মে (সোমবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকা à¦¦à¦¿à¦²à§à¦²à¦¿à¦¤à§‡ লিটার প্রতি...

Gold Silver Price: এবার কমের দিকে সোনার দাম

সোমবার à§« মে, ২০২৫ à§§ গ্রাম       ১০ গ্রামপাকা সোনার বাট     ৯৩৯০ ₹             ৯৩৯০০ ₹খুচরো পাকা সোনা   ৯৪৪০...
Exit mobile version