Tuesday, August 26, 2025

ফি নিয়ে বিরোধ, আদালতের নির্দেশের পরেও বন্ধ জি ডি বিড়লা ও অশোক হল স্কুল

Date:

মাত্র একদিন আগে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে ফি নিয়ে কোনও গোলমাল বা মতবিরোধ হলেও তার জন্য যেন পড়ুয়াদের শিক্ষার অধিকার কেড়ে নেওয়া না হয় । রাজ্যের প্রতিটি বেসরকারি স্কুলের প্রতিই এই নির্দেশ দিয়েছিল আদালত । অথচ আদালতের নির্দেশকে কার্যত উপেক্ষা করে বৃহস্পতিবার সকালে আচমকাই বন্ধ করে দেওয়া হল দক্ষিণ কলকাতার জি ডি বিড়লা এবং অশোক হল হায়ার সেকেন্ডারি গার্লস স্কুল। এদিন সকালে অভিভাবকরা পড়ুয়াদের স্কুলে নিয়ে গিয়ে দেখেন গেট বন্ধ । গেটের বাইরে একটি নোটিশ ঝুলছে। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখে ও পড়ুয়াদের সুরক্ষা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। আপাতত অনির্দিষ্টকালের জন্য স্কুল বন্ধ রাখা হবে । করোনা অতিমারির জেরে প্রায় দু’বছর বন্ধ ছিল স্কুল এবং পড়ুয়াদের পড়াশোনাও। ফের যখন নতুন করে সব স্বাভাবিক হতে শুরু করেছে ঠিক সেইসময় জিডি বিড়লা ও অশোক হল স্কুল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে মাথায় হাত শিক্ষার্থী-অভিভাবক সকলেরই। নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। প্রত্যেকেই নতুন ক্লাসে উঠেছে। এই অবস্থায় আবার যদি স্কুল বন্ধ হয়ে যায় তাহলে খুব স্বাভাবিকভাবেই আতান্তরে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের।

কী নিয়ে গোলমালের সূত্রপাত?

জানা গিয়েছে ফি বকেয়া থাকায় গত সোমবার অন্তত ১০০ জন পড়ুয়াকে জিডি বিড়লা স্কুলে ঢুকতে দেওয়া হয়নি। তারই প্রতিবাদে গত কয়েকদিন ধরে অভিভাবকদের একাংশ স্কুলের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন। সেই কারণ দেখিয়ে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। কিন্তু স্কুলের অন্য অভিভাবকদের বক্তব্য যারা ফি দিয়েছে তারা কেন এর জন্য ভোগান্তির শিকার হবে ? যারা ফি দেয়নি তাদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষ আলাদা করে বসে কথা বলুক। বিষয়টি মিটিয়ে নেওয়া হোক । কিন্তু সকলের জন্য স্কুলের দরজা বন্ধ করে দেওয়া কোন সমস্যার সমাধান হতে পারে না।

 

Related articles

জয়ের ধারা অব্যাহত জর্জের বিরুদ্ধেও, লিগ টেবলে শীর্ষস্থান শক্তিশালী করল ইস্টবেঙ্গল

মঙ্গলবার কলকাতা লিগে ইস্টবেঙ্গল(Eastbengal) ৪-০ গোলে হারাল জর্জ টেলিগ্রাফকে(George Telegraph)। টানা তিনটি ম্যাচে জয় পাওয়ায় গ্রুপ এ-তে ইস্টবেঙ্গলই...

কৃষ্ণনগরে ছাত্রী খুনে এখনও অধরা অভিযুক্ত, পুলিশের হাতে ঘটনার পরমুহূর্তের ছবি!

কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে গুলি করে ছাত্রীকে খুনের ঘটনায় এখনও অধরা অভিযুক্ত প্রেমিক দেশরাজ সিং (Deshraj Singh)। উত্তরপ্রদেশের গোরখপুর...

ডুবিয়েছে “আগে রাম পরে বাম” থিওরি! বিস্ফোরক পোস্ট বাম জমানার প্রয়াত মন্ত্রীর ভাইপোর, এক সুর সূর্যকান্তরও

তৃণমূলকে ঠেকাতে রাজ্যে রাম-বাম (BJP-Left) হাত মিলিয়েছে। কোথাও বামের সমর্থন করেছে বিজেপিকে (BJP)। কোনও উল্টোটা। এই অভিযোগ শাসকদলের...

কাশ্মীরে বন্যা পরিস্থিতি, দুর্যোগে মৃত ৫ তীর্থযাত্রী, স্থগিত বৈষ্ণোদেবী যাত্রা

ভয়াবহ বিপর্যয় জম্মু ও কাশ্মীরে। উপত্যকার ডোডা জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত নয় জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।...
Exit mobile version