কয়লাকাণ্ডের পর এবার গরুপাচার মামলাতেও সিবিআই হেফাজতে বিকাশ মিশ্র

কয়লাকাণ্ডের পর এবার গরুপাচার মামলাতেও  সিবিআই  হেফাজতে বিকাশ মিশ্র।  বিকাশকে  আগামী ১০ দিন সিবিআই  নিজেদের হেফাজতে রাখবে বলে জানানো হয়েছে। আগামী ১৮ এপ্রিল ফের আদালতে পেশ করা হবে বিকাশ মিশ্রকে।

কয়লাকাণ্ডে দীর্ঘদিন ধরে বিকাশ মিশ্রকে নিয়ে তদন্ত চালাচ্ছে সিবিআই ও ইডি। এবার গরু পাচার মামলতেও বিকাশকে যুক্ত করল সিবিআই।   শুক্রবার  গরুপাচার কাণ্ডে বিকাশ মিশ্রকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে হাজির করা হয়। বিচারক রাজেশ চক্রবর্তী প্রথমে ১৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। কিন্তু সিবিআই গরুপাচার কাণ্ডে বিকাশ মিশ্রকে নিজেদের হেফাজতে নেওয়ার দাবি জানায়। এরপর ফের শুনানি হয়। আগামী ১৮ এপ্রিল পর্যন্ত বিকাশ মিশ্রকে সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত।

Previous articleRishabh Pant: মন্থর বোলিং-এর জন‍্য জরিমানা করা হল পন্থকে
Next articleমার্কিন অনুকরণে কেন্দ্রের নীতি মানতে নারাজ রাজ্য, আসছে নিজস্ব শিক্ষানীতি