Sunday, January 11, 2026

‘হিন্দিতে কথা বলা উচিৎ সকল দেশবাসীর’, ফের শাহের দাবিতে বিতর্ক

Date:

Share post:

হিন্দিকেই(Hindi) ইংরেজি ভাষার বিকল্প হিসাবে ব্যবহার করতে হবে। বিভিন্ন রাজ্যের মানুষের মধ্যে কথোপকথনের জন্য হিন্দি ভাষাকে ব্যবহার করা উচিৎ। বৃহস্পতিবার সরকারি ভাষা সংক্রান্ত সংসদীয় কমিটির(Parlamentry Comitee) বৈঠকে হিন্দি ভাষার পক্ষে জোর সওয়াল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী(Home Minister) অমিত শাহ(Amit Shah)। তাঁর দাবি, দেশের সংহতি রক্ষা করতে হিন্দিকে বাড়তি গুরুত্ব দিতেই হবে। শাহের এহেন মন্তব্যের পর স্বাভাবিকভাবেই বিতর্ক শুরু হয়েছে।

সূত্রের খবর, বৃহস্পতিবার সংসদীয় কমিটির বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঠিক করেছেন সরকারি কাজে সরকারি ভাষাই ব্যবহার করতে হবে। এতে অবশ্যই হিন্দির গুরুত্ব বাড়বে। সরকারি ভাষাকে দেশের সংহতি রক্ষার কাজে ব্যবহার করার সময় এসে গিয়েছে। পাশাপাশি তিনি আরও বলেন, যখন দুটি আলাদা ভাষার সরকারি কর্মী নিজেদের মধ্যে কথা বলবেন তাদের ভাষা যেন ভারতীয় হয়, কখনই ইংরেজি হওয়া উচিৎ নয়। ইংরেজি ভাষার একমাত্র বিকল্প হতে পারে হিন্দি। অন্য কোনও ভাষা নয়।

আরও পড়ুন:যোগী রাজ্যে প্রকাশ্যে মহিলাদের ধর্ষণের হুমকি হিন্দুগুরুর! নীরব পুলিশ

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই জাতীয় স্তরে হিন্দিতে জোর দেওয়ার দাবিতে সওয়াল করছেন অমিত শাহ। তাঁর দাবি একমাত্র হিন্দিই পারে ভারতীয়দের সংস্কৃতি এবং মূল্যবোধ অটুট রাখতে। এই লক্ষ্যে নবম শ্রেণি পর্যন্ত স্কুলে বাধ্যতামূলক হিন্দি শিক্ষার দাবি তুলেছেন শাহ। তবে সংবিধান মতে ভারতে সরকারি ভাষা ২২টি। এই অবস্থায় হিন্দি ছাড়া বাকি ভাষাভাষির রাজ্যগুলির উপর জোর করে কেন্দ্র হিন্দি চাপানোর চেষ্টা চালাচ্ছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

এদিকে শাহের এহেন মন্তব্যের পালটা দিয়ে শুক্রবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “হিন্দি ভাষাকে শ্রদ্ধা করি৷ ভাষাভাষীদেরও শ্রদ্ধা করি৷ তবে তাঁর বক্তব্যকে মানিনা। আমাদের দেশ বৈচিত্র‍্যের মধ্যে ঐক্য। ইংরাজি অবশ্যই আন্তর্জাতিক ক্ষেত্রে প্রয়োজন। কয়েকটি রাজ্য হিন্দি বলে গোটা দেশ জুড়ে হিন্দি চাপিয়ে দেওয়া হবে এটা গ্রহণযোগ্য নীতি হতে পারে না। এটা হিন্দি আগ্রাসনের উদ্বেগজনক প্রতিফলন। এই চাপিয়ে দেওয়া মানছি না।”

spot_img

Related articles

আর কতদিন BLO-দের মোমবাতি মিছিল: জবাব চেয়ে নির্বাচন কমিশন দফতরের বাইরে বিক্ষোভ

একের পর এক মৃত্যু অব্যাহত। কেউ কাজের চাপে অসুস্থ হয়ে মারা যাচ্ছেন। কেউ আত্মঘাতী হতে বাধ্য হচ্ছেন। অথচ...

দুই মলাটে অলোকের আত্মজীবনী, উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাঁট

প্রকাশিত হল  প্রাক্তন ফুটবলার আলোক মুখোপাধ্যায়ের(Alok Mukherjee) আত্মজীবনী 'লাল কার্ডের বাইরে'।   রবিবার কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই বই...

বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার! উত্তপ্ত ভাঙড়

ফের বহিরাগত তাণ্ডব ভাঙড়ে(Bhangar Violence)। নির্বাচনের আগে বহিরাগতদের এলাকায় ঢুকিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা প্রতিবারই করে একদল...

ইডিকে দিয়ে ওয়াটার গেট-২.০ কেলেঙ্কারি! পদত্যাগ করবেন মোদি-শাহ, প্রশ্ন তৃণমূলের

এ তো মোদি-শাহের ওয়াটার গেট কেলেঙ্কারি। ওয়াটার গেট কেলেঙ্কারি ২.০। ১৭ জুন, ১৯৭২-এর পর ৮ জানুয়ারি, ২০২৬। এবার...