রাজ্যপালের ডাকে সারা দিয়ে রাজভবনে মুখ্যমন্ত্রী, টানা ২ ঘণ্টা বৈঠক

রাজভবনে রাজ্যপালের (Governor Jagdeep Dhankhar) সঙ্গে বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। বৃহস্পতিবার বিকেলে টানা ২ ঘণ্টা বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং জগদীপ ধনকড়। কিন্তু তাদের মধ্যে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার নিয়ে কেউই মুখ খোলেননি। রাজ্যপালের তরফে ট্যুইট করে শুধুমাত্র মুখ্যমন্ত্রীর আগমন বার্তাই দেওয়া হয়েছে।

এর আগে রাজ্যপালের (Jagdeep Dhankhar) ট্যুইট আক্রমণের জেরে একরকম বিরক্ত হয়ে ট্যুইটারে (Twitter) তাঁকে ব্লক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যের সাংবিধানিক প্রধান যে নিজের কাজের এক্তিয়ারের বাইরে বেরিয়ে কাজ করছেন, তা নিয়ে বহুবার সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা।

আরও পড়ুন: কলকাতায় ভারতীয় জাদুঘর কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতির CBI তদন্ত চায় কেন্দ্র

কয়েকদিন রাজ্যে (West Bengal) অশান্তির পরিবেশ তৈরি হওয়ায় সতর্কতা বেড়েছে প্রশাসনের। জানা গিয়েছে, এ বিষয়ে আলোচনা করতে আজ রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন মমত বন্দ্যোপাধ্যায়।




Previous articleবগটুইকাণ্ড: প্রথম গ্রেফতারি সিবিআইয়ের, পাকড়াও ৪
Next articleBreakfast News: ব্রেকফাস্ট নিউজ